ETV Bharat / state

SFI Agitation in Presidency University : বিশ্ববিদ্যালয় খুললেও হচ্ছে না ক্লাস, প্রেসিডেন্সিতে বিক্ষোভে এসএফআই - SFI protests at Presidency University due to demanding for start class

সরকারি নির্দেশ মেনে বিশ্ববিদ্যালয় খুললেও হচ্ছে না ক্লাস ৷ বন্ধ রয়েছে হোস্টেলও ৷ যার জেরে আবাসিক পড়ুয়ারাও আসতে পারছেন না ৷ এইসব একাধিক দাবি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI Agitation in Presidency University) ৷

sfi
ক্লাস চালুর দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ
author img

By

Published : Feb 3, 2022, 10:14 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের ঘোষণা অনুসারে খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছবিটা অন্যরকম ৷ খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না ক্লাস । তাই অবিলম্বে ক্লাস চালুর দাবিতে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (Agitation of SFI in Presidency University) ৷

ছাত্র সংগঠনের তরফে এদিন প্রবেশিকা পরীক্ষা-সহ পাঁচ দফা দাবি নিয়ে ডিন অফ স্টুডেন্টসের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । এসএফআইয়ের তরফে দেবনীল পাল বলেন, "সরকারি নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস শুরু হল না ? ক্লাসরুম ল্যাব সবকিছুই খোলা, এমনকি শিক্ষকরাও এসেছেন কিন্তু কোনওরকম পঠন-পাঠন হচ্ছে না ৷ বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অফলাইন ক্লাস চালু হলেও প্রেসিডেন্সিতে চালু হল না । কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে প্রস্তুতি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন । কিন্তু ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা জানা সত্ত্বেও এতদিনেও প্রস্তুতি সম্পূর্ণ হল না কেন ? পাশাপাশি হোস্টেল বন্ধ থাকায় আবাসিকরা পড়ুয়ারাও আসতে পারছে না । যার জন্য পড়ুয়ার সংখ্যা কমের অজুহাত দেখিয়ে ক্লাস চালু না-হওয়ার যুক্তি দেখাচ্ছে কর্তৃপক্ষ ।"

ক্লাস চালুর দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ

বিক্ষোভকারীদের আরও বক্তব্য যে, সরকারের তরফে যাতে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাই নির্দেশিকায় হোস্টেল খোলার বিষয়টি কর্তৃপক্ষের হাতে ছাড়া হয়েছে । আর সেই সুযোগ নিয়েই কলেজ কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ রেখেছে । যদিও অফলাইন ক্লাস চালুর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আগামী সোমবার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : SFI Protest: স্কুল খোলার দাবিতে সরব এসএফআই, প্রতীকী ক্লাস বর্ধমানে

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের ঘোষণা অনুসারে খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছবিটা অন্যরকম ৷ খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না ক্লাস । তাই অবিলম্বে ক্লাস চালুর দাবিতে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (Agitation of SFI in Presidency University) ৷

ছাত্র সংগঠনের তরফে এদিন প্রবেশিকা পরীক্ষা-সহ পাঁচ দফা দাবি নিয়ে ডিন অফ স্টুডেন্টসের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । এসএফআইয়ের তরফে দেবনীল পাল বলেন, "সরকারি নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস শুরু হল না ? ক্লাসরুম ল্যাব সবকিছুই খোলা, এমনকি শিক্ষকরাও এসেছেন কিন্তু কোনওরকম পঠন-পাঠন হচ্ছে না ৷ বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অফলাইন ক্লাস চালু হলেও প্রেসিডেন্সিতে চালু হল না । কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে প্রস্তুতি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন । কিন্তু ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা জানা সত্ত্বেও এতদিনেও প্রস্তুতি সম্পূর্ণ হল না কেন ? পাশাপাশি হোস্টেল বন্ধ থাকায় আবাসিকরা পড়ুয়ারাও আসতে পারছে না । যার জন্য পড়ুয়ার সংখ্যা কমের অজুহাত দেখিয়ে ক্লাস চালু না-হওয়ার যুক্তি দেখাচ্ছে কর্তৃপক্ষ ।"

ক্লাস চালুর দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ

বিক্ষোভকারীদের আরও বক্তব্য যে, সরকারের তরফে যাতে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাই নির্দেশিকায় হোস্টেল খোলার বিষয়টি কর্তৃপক্ষের হাতে ছাড়া হয়েছে । আর সেই সুযোগ নিয়েই কলেজ কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ রেখেছে । যদিও অফলাইন ক্লাস চালুর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আগামী সোমবার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : SFI Protest: স্কুল খোলার দাবিতে সরব এসএফআই, প্রতীকী ক্লাস বর্ধমানে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.