কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের ঘোষণা অনুসারে খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছবিটা অন্যরকম ৷ খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না ক্লাস । তাই অবিলম্বে ক্লাস চালুর দাবিতে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (Agitation of SFI in Presidency University) ৷
ছাত্র সংগঠনের তরফে এদিন প্রবেশিকা পরীক্ষা-সহ পাঁচ দফা দাবি নিয়ে ডিন অফ স্টুডেন্টসের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । এসএফআইয়ের তরফে দেবনীল পাল বলেন, "সরকারি নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস শুরু হল না ? ক্লাসরুম ল্যাব সবকিছুই খোলা, এমনকি শিক্ষকরাও এসেছেন কিন্তু কোনওরকম পঠন-পাঠন হচ্ছে না ৷ বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অফলাইন ক্লাস চালু হলেও প্রেসিডেন্সিতে চালু হল না । কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে প্রস্তুতি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন । কিন্তু ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা জানা সত্ত্বেও এতদিনেও প্রস্তুতি সম্পূর্ণ হল না কেন ? পাশাপাশি হোস্টেল বন্ধ থাকায় আবাসিকরা পড়ুয়ারাও আসতে পারছে না । যার জন্য পড়ুয়ার সংখ্যা কমের অজুহাত দেখিয়ে ক্লাস চালু না-হওয়ার যুক্তি দেখাচ্ছে কর্তৃপক্ষ ।"
বিক্ষোভকারীদের আরও বক্তব্য যে, সরকারের তরফে যাতে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাই নির্দেশিকায় হোস্টেল খোলার বিষয়টি কর্তৃপক্ষের হাতে ছাড়া হয়েছে । আর সেই সুযোগ নিয়েই কলেজ কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ রেখেছে । যদিও অফলাইন ক্লাস চালুর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আগামী সোমবার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : SFI Protest: স্কুল খোলার দাবিতে সরব এসএফআই, প্রতীকী ক্লাস বর্ধমানে