কলকাতা, 18 ডিসেম্বর: কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই । যাদবপুরের পর এবার ক্যাম্পাস খোলার দাবিতে সরব হল এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা । অবিলম্বে ক্যাম্পাস ও হস্টেল খোলা, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ছাত্র ভরতি সহ মোট ছয় দফা দাবিতে অবস্থান-বিক্ষোভ করে তারা ।
এসএফআইয়ের তরফে বলা হয়, ক্যাম্পাস অবিলম্বে খুলতে হবে । সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র, গবেষক, শিক্ষকদের প্রবেশাধিকার দিতে হবে । লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অফিসগুলি খুলতে হবে ছাত্র-ছাত্রী সহ সকলের সুবিধার্থে । ধাপে ধাপে ক্যাম্পাসে ক্লাসের মাধ্যমে পঠনপাঠনকে স্বাভাবিক নিয়মে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে ।
হস্টেল খুলে দেওয়ার দাবিও রয়েছে । বলা হয়েছে, অবিলম্বে ক্যাম্পাস খোলার পাশাপাশি হস্টেল বোর্ডারদের থাকার ব্যবস্থাও করতে হবে ৷ দুই হস্টেলেই বোর্ডারদের ঢুকতে দিতে হবে । পুরো সেমেস্টারের অ্যাকাডেমিক অবিলম্বে সমস্ত ফাইনাল ইয়ারের পড়ুয়াদের রেজ়াল্টের হার্ডকপি এবং লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার ব্যবস্থা সহ সকল পড়ুয়াদের স্কলারশিপ সহ সমস্ত অফিসিয়াল কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া নিয়েও দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন:- জানুয়ারি থেকে খুলতে হবে ক্যাম্পাস, দাবি SFI-র
আজ দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে ঢুকে বিক্ষোভ দেখান SFI সদস্যরা । কর্মসূচির অঙ্গ হিসেবে ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতির কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন তাঁরা । কিন্তু প্রথমে ডিন অফ স্টুডেন্টস ক্যাম্পাসে থাকা সত্ত্বেও তাঁদের থেকে ডেপুটেশন নিচ্ছে না, এই অভিযোগ তুলে সেখানেই অবস্থানে বসে যান তাঁরা । তারপর ডিন অফ স্টুডেন্টস ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেলেও অব্যাহত থাকে অবস্থান-বিক্ষোভ । তাঁদের বক্তব্য, ডিন তাঁদের ই-মেল করে ডেপুটেশন দিতে বলেছেন । কিন্তু তাঁরা ডেপুটেশনের হার্ডকপিই জমা করতে চান । তাই এখনও চলছে অবস্থান-বিক্ষোভ।