কলকাতা, 16 জুলাই : রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আজ দুপুরে কলেজ স্ট্রিট এবং মহাত্মা গান্ধি রোডের সংযোগস্থানে বিক্ষোভ দেখান SFI, DYFI এবং গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা । মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছাতেই সূর্যসেন স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বাম ছাত্র-যুব এবং মহিলাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থানে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রীরা ।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কলতান দাশগুপ্ত বলেন, "বিনা চিকিৎসায় অনবরত সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে । রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার কাঠামো ভেঙে পড়েছে । মুখ্যমন্ত্রী তথ্য গোপন করছেন । তরতাজা তিনটি প্রাণ বিনা চিকিৎসায় মারা গেল । ইছাপুরের শুভ্রজিৎ চট্টোপাধ্যায়, সন্তোষপুরের মণীষা দাস, জয়নগরের অশোক রুইদাস এই তিনজনই অল্প বয়সে মারা গেলেন । এমন মৃত্যু বন্ধ হবে কবে, এরই প্রতিবাদে আজ আমরা কলেজ স্ট্রিটে বিক্ষোভে সামিল হয়েছি ।"
এর আগেও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল রাজ্যের ভেঙে পড়া চিকিৎসা পরিকাঠামো পুনরুদ্ধারের জন্য। এবার যদি মুখ্যমন্ত্রী সক্রিয় ভূমিকা না নেন তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা । সেই সঙ্গে অবিলম্বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে আবেদন জানিয়েছেন তারা ।