কলকাতা, 26 ডিসেম্বর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে সরব সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই (SFI) । বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ-সহ চার দফা দাবিতে আগামী 5 জানুয়ারি বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন । সোমবার এসএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান প্রমুখ এই কর্মসূচির ঘোষণা করেন ৷ বিশ্বভারতী থেকে সাসপেন্ড হওয়া 2 পড়ুয়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন (SFI calls for Visva Bharati chalo abhiyan) ৷
5 জানুয়ারি মহামিছিলের আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) ঘটনার প্রেক্ষিতে 3 জানুয়ারি রাজ্যজুড়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল, সভার ডাকও দেওয়া হয়েছে । এ দিনের সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভিসি বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতীর সুনাম নষ্ট হয়েছে । তিনি বিজেপি, আরএসএস-এর হয়ে কাজ করেছেন । প্রতিহিংসার কাজ চলছে । ছাত্রদের সাসপেন্ড করা হয়েছে । বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রদেরও সাসপেন্ড করা হয়েছিল ।"
আরও পড়ুন: বিজেপির কাছে তৃণমূল বাঁচার জন্য আত্মসমর্পণ করেছে, দাবি সেলিমের
এসএফআই নেতৃত্বের অভিযোগ, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হানা হচ্ছে । রবীন্দ্রনাথ যা যা শিখিয়েছেন, তার বিরুদ্ধে বিশ্বভারতী সিদ্ধান্ত নিয়ে চলেছে । অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সরানোর একটা চক্রান্ত চলছে । সেটা বন্ধ করতে হবে । 6 জন ছাত্রের সাসপেনশন ফিরিয়ে নিতে হবে বলেও এসএফআই দাবি জানিয়েছে । আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সোমনাথ সৌ নামে এক ছাত্রকে ভর্তি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের ৷
এদিন সৃজন ভট্টাচার্য বলেন,"বিদ্যুৎ চক্রবর্তীকে পদত্যাগ করতে হবে । এই দাবি-সহ মূল 4টি দাবিতে আগামী 3 তারিখ রাজ্য জুড়ে বিকেন্দ্রীভূতভাবে প্রতিবাদ জানানো হবে । 5 তারিখ বোলপুর স্টেশন থেকে ‛বিশ্বভারতী চলো’ মহামিছিল হবে । উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব আমরা । যদি, দেখা না হয়, আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব । এই মর্মে আমরা নাগরিক সমাজের কাছে আবেদন জানিয়েছি । অন্যান্য ছাত্র সংগঠনকে আহ্বান জানাচ্ছি । দরজা খোলা আছে । সকলের সাহায্য, সমর্থন নিয়ে আমরা বিশ্বভারতীর গরিমা ফিরিয়ে আনার প্রয়াস চালাব । "
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারছেন না এসএফআই রাজ্য কমিটির সদস্য সোমনাথ সৌ । তাঁর অভিযোগ বিদ্যুৎ চক্রবর্তীর কারণে তিনি এমএ'তে ভর্তি হতে পারছেন না । শুধুমাত্র প্রতিবাদ আন্দোলন সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই ব্যক্তিগতভাবে বিদ্যুৎ চক্রবর্তী তাঁকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে দিচ্ছেন বলে অভিযোগ এই ছাত্রের ৷