কলকাতা, 3 ফেব্রুয়ারি: অমিত শাহের সভায় অপবিত্র হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে তৈরি সৌধ ৷ এই দাবিতে শহিদ মিনারের পবিত্রতা ফেরাতে উদ্যোগী হল SFI ও ছাত্র পরিষদ ৷ অমিত শাহের সভার পরদিন গঙ্গাজল দিয়ে ঐতিহাসিক সৌধ ধুয়ে দিল তারা ৷
গত রবিবার শহিদ মিনার চত্বরে সভা করে গিয়েছেন অমিত শাহ ৷ এই সভার আগেই BJP সমর্থকরা "গোলি মারো" স্লোগান তোলে ৷ শাহের সভায় যাওয়ার সময় BJP-র একটি মিছিল থেকে একজন স্লোগান দেয় "দেশকে গদ্দারো কো, গোলি মারো..." । উসকানিমূলক মন্তব্যের জেরে তিনজনকে গ্রেপ্তারও করা হয় ৷ গঙ্গাজল দিয়ে শহিদ মিনার ধোওয়ার পর সাম্প্রদায়িক শক্তিকে রাজ্যের শান্তি বিঘ্নিত না করতে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে তারা ৷
এই বিষয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, "আমরা SFI-এর সঙ্গে যৌথভাবে শহিদ মিনার চত্বরকে শুদ্ধ করার কর্মসূচি নিয়েছিলাম । এই ঐতিহাসিক প্রাঙ্গণ অতীতে অনেক রাজনৈতিক কর্মসূচী দেখেছে ৷ কিন্তু এর আগে ''গোলি মারো''র মতো সাম্প্রদায়িক স্লোগান শুনিনি ৷"