কলকাতা, 17 অগস্ট: সাতসকালে কলকাতায় পুলকার দুর্ঘটনায় আহত চার পড়ুয়া। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনা যেন মনে করিয়ে দিল সম্প্রতি বেহালায় অভিশপ্ত ঘটনার কথা। যেখানে বাবার সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার সময় বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক স্কুল পড়ুয়ায়। বৃহস্পতিবারের এই ঘটনা ঘটেছে বেহারালই ঠাকুরপুকুর থানা এলাকায়। ঘটনায় পুলকারের চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। সেইসঙ্গে ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে তদন্তকারীরা দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছেন।
জানা গিয়েছে, এদিন সকালে একটি বেসরকারি স্কুলের চারজন পড়ুয়াকে নিয়ে জোকার দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল একটি পুলকার। ঠাকুরপুকুর থানায এলাকার দাসপাড়া জেমস রংয়ের কাছে গাড়িটি আচমকাই রাস্তার ডিভাইডারে উঠে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশকর্মীরা। কোনওরকমে পুলকারের কাঁচ ভেঙে ওই চারজন পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছে দুর্ঘটনার মুহূর্তে তার গতিবেগ বেশ ভালোই ছিল। এছাড়া পুলকার চালকের একটি হাত গাড়ির স্টিয়ারিংয়ে ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফলে সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্তকারীরা দেখতে চাইছেন আদৌ এই দুর্ঘটনার নেপথ্যের সঠিক কারণ কী? দুর্ঘটনা নেপথ্যে চালকের কোনও ত্রুটি রয়েছে কি না, সেটিও ভালোভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও গাড়িটির কোনওরকমের সমস্যা ছিল কি না, সেই বিষয়টিও ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি, বেহালার চৌরাস্তার ঘটনা থেকে শিক্ষা নিয়ে শহরের প্রতিটি স্কুলের সামনে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এরইমধ্যে ঠাকুরপুকুরে পুলকার দুর্ঘটনায় ফের একবার বেহালার সেই অভিশপ্ত দিনের কথা মনে করিয়ে দিল।
আরও পড়ুন: পাথর-বোঝাই লরিতে ধাক্কা চারচাকার! পথ দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ার-সহ মৃত 3 বন্ধু