কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা দায়ের হয়েই চলেছে ৷ বৃহস্পতিবারও কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ৷ সেই মামলাগুলির কোনোটিতে অভিযোগ করা হয়েছে মনোনয়ন জমা না দেওয়া সংক্রান্ত ৷ আবার কোথাও ঘরে আটকে রাখার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে ৷ এই মামলাগুলি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে দায়ের হয়েছে ৷
ওই মামলাগুলির একটি দায়ের হয়েছে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে ৷ সেখানে মামলা দায়ের হয়েছে বিজেপির তরফে ৷ মামলাকারীর তরফে আদালতে জানানো হয়েছে, মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার কথা ছিল বিজেপির । 17 জুন পর্যন্ত শাসক দলের কোনও প্রার্থী ছিল না শাসক দলের । 17 তারিখের পর কীভাবে এল প্রার্থী, এই প্রশ্ন তোলা হয়েছে মামলাকারীর তরফে ৷
প্রসঙ্গত, আগামী 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটের গত 9 জুন ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল গত 15 জুন ৷ সেই মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষ হওয়ার তারিখ ছিল গত 17 জুন ৷ ফলে বিজেপির অভিযোগ অনুযায়ী, মনোনয়নের সময়সীমা শেষের দিন তৃণমূল কংগ্রেসের কোনও প্রার্থী ছিল না ৷ অথচ স্ক্রুটিনির পর দেখা গেল যে সেখানে তৃণমূলের প্রার্থী রয়েছে ৷
আরও পড়ুন: এত হিংসা হলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি সিনহার
আদালতে মামলাকারীর আইনজীবী জানান, অভিযোগ জানানো হয়েছে কমিশনেও ৷ কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি ৷ তাই ওই মনোনয়ন বাতিলের দাবিতে মামলা করার জন্য আবেদন জানানো হয় আদালতে ৷ সেই মামলা করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ সোমবার শুনানি হবে ৷
একই বিচারপতির এজলাসে বিরোধীদের তরফে আরও একটি মামলা দায়ের হয়েছে ৷ সেখানে মামলাকারীর অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকে কোনও বিরোধী মনোনয়ন দিতে পারেনি । মনোনয়ন দেওয়ার পরিস্থিতি ছিল না ।
বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশের পরও কোনোভাবে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি । 274টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করছে শাসক দল ।
এছাড়া মিনাখাঁর কুমারজুলির একটি আসন নিয়ে মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলায় মামলাকারীর তরফে প্রশ্ন তোলা হয়েছে, শাসক দলের প্রার্থী কীভাবে সৌদি আরবে বসে মনোনয়ন ফাইল করলেন ? মামলাকারী আইনজীবীর আবেদন, কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিক আদালত । পাশাপাশি বাতিল করা হোক মনোনয়ন ।
অন্যদিকে অভিযোগ উঠেছে, ক্যানিং-1 ব্লকে গ্রামবাসীরা বের হতে পারছেন না । তাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি । তাঁদের ভয় দেখিয়ে ঘরে আটক করে রাখা হয়েছে । জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের