ETV Bharat / state

KMC Budget 2023-24: কেএমসি’র বাজেট ঘাটতি কমাতে বিভিন্ন ক্ষেত্রে বাড়তে পারে পরিষেবা মূল্য - ঘাটতি বাজেট কমানোর লক্ষ্য কলকাতা পৌরনিগমের

কলকাতা পৌরনিগমের বাজেট ঘাটতি (Reduce Budget Deficit of KMC) মেটানোর লক্ষ্যে বাড়তে পারে একাধিক ক্ষেত্রের পরিষেবা কর ৷ সেই ভাবেই কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেট (KMC Budget 2023-24) তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর ৷

KMC Budget 2023-24 ETV BHARAT
KMC Budget 2023-24
author img

By

Published : Feb 7, 2023, 7:00 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ডের সময়কালে বছরের পর বছর ঘাটতি বাজেট পেশ করাই দস্তুর ৷ অন্তত পরিসংখ্যান তাই বলছে ৷ তবে, এবার লক্ষ্য সেই বিপুল পরিমাণ ঘাটতির অংকে বদল আনা (Service Price May Increase to Reduce Budget Deficit) ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সেই লক্ষ্যে এবার বিভিন্ন খাতে বরাদ্দ কমানো হতে পারে আসন্ন পৌর বাজেটে ৷ তেমনই প্রবল সম্ভবনা বিভিন্ন পৌর-পরিষেবায় ধার্য খরচের পরিমাণ বাড়ানো ৷ প্রসঙ্গত, আগামী 10 মার্চ পেশ হবে কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেট ৷

কলকাতা পৌরনিগমের চলতি বছরে আয় বেড়েছে ৷ তবে, আর্থিক সংকট কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ বিগত বছরগুলির অপেক্ষায় চলতি অর্থবর্ষে (2022-23) রেকর্ড আয় করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ তবে, আয় বাড়লেও ব্যয় ও দেনার ভারে কোষাগারে ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি ৷ তাই আর্থিক বছর শেষে এখন পৌরভবনে তোড়জোড় চলছে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি ৷ লক্ষ্য প্রতিবারের বিপুল ঘাটতির ছবিকে বদলে ফেলা ৷ ঘাটতি থাকলেও তা যাতে বেশ খানিকটা কম হয়, সেই চেষ্টাই করা হচ্ছে ৷

2023-24 অর্থবর্ষের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক খরচে কাটছাঁট করা হবে বলে সূত্রের খবর ৷ তাতে পৌরনিগমের খানিক অর্থ সাশ্রয় হবে ৷ অন্যদিকে, আরও বেশ কয়েকটি খাতে বরাদ্দ অল্প-বিস্তর কমতে পারে ৷ শুধু বরাদ্দ কমানোই নয় ৷ এবার প্রাধান্য দেওয়া হতে পারে নিকাশি, জঞ্জাল সাফাই-সহ অল্প খরচের বিভিন্ন পৌর-পরিষেবায় খরচ বাড়ানোর উপর ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, যত বছর গেছে ক্রমে বেড়েছে বাজেট ঘাটতির পরিমাণ ৷ চলতি অর্থবর্ষে বাজেট ঘাটতি ধরা হয়েছিল 177 কোটি টাকা ৷ আগামী আর্থিক বছরে সেই ঘাটতি বেশ খানিকটা কমতে পারে ৷ কম-বেশি 100 কোটি টাকায় নামিয়ে আনার চেষ্টা করছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এখন দেখার চেষ্টা কতটা সফল হয় ৷ সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ করা যায় ৷

আরও পড়ুন: পড়ুয়াহীন পৌরস্কুলের ঝাঁপ বন্ধ করছে কলকাতা পৌরনিগম

চলতি মাসেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে ৷ তাই প্রাথমিকভাবে আগামী মার্চ মাসের 19 তারিখ কলকাতা পৌরনিগমের বাজেট পেশের দিন ঠিক করা হয়েছে ৷ বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম ৷ গত আর্থিক বছর অর্থাৎ, 2021-22 এর তুলনায় চলতি অর্থবর্ষে কয়েকশো কোটি টাকা অতিরিক্ত আয় করেছে পৌরনিগম ৷ সম্পত্তি কর মূল্যায়ণ এবং রাজস্ব আদায় বিভাগ, বিল্ডিং, লাইসেন্স, মার্কেট, বিনোদন-সহ বিভিন্ন ক্ষেত্র থেকে ইতিমধ্যে 1500 কোটি টাকার বেশি আয় হয়েছে ৷ গত অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি ৷

উল্লেখ্য, এখনও পর্যন্ত 2021 সালের মার্চ পর্যন্ত পাওনাদারদের বকেয়া অধিকাংশই মেটানো গিয়েছে ৷ কিন্তু, 2021 সালের এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত এখনও প্রায় হাজার কোটি টাকার দেনা পৌরনিগমের মাথায় রয়েছে ৷ এর বাইরেও রয়েছে অবসরপ্রাপ্ত এবং অন্যান্য ভাতার টাকা ৷ ফলে পরিস্থিতি বিচার করে একাধিক পৌর-পরিষেবায় খরচ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: কলকাতাবাসীর মাথায় হাত, বাড়তে পারে সম্পত্তি কর

উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ইতিমধ্যেই সম্পত্তিকর বাড়ানো হয়েছে ৷ এবার এপ্রিল থেকে বাড়ছে কমিউনিটি হলের ভাড়াও ৷ পাশাপাশি, বিনোদন কর খানিক বাড়তে পারে ৷ বাজেট প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই করতে এবার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে ৷ বড় বড় পার্ক, ব্যাংকোয়েট হলের বিনোদন করের হার বদলানোর প্রয়োজন রয়েছে বলে জানান ওই আধিকারিক ৷ কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স ফি বাড়ানোর সম্ভবনা রয়েছে কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেটে ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ডের সময়কালে বছরের পর বছর ঘাটতি বাজেট পেশ করাই দস্তুর ৷ অন্তত পরিসংখ্যান তাই বলছে ৷ তবে, এবার লক্ষ্য সেই বিপুল পরিমাণ ঘাটতির অংকে বদল আনা (Service Price May Increase to Reduce Budget Deficit) ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সেই লক্ষ্যে এবার বিভিন্ন খাতে বরাদ্দ কমানো হতে পারে আসন্ন পৌর বাজেটে ৷ তেমনই প্রবল সম্ভবনা বিভিন্ন পৌর-পরিষেবায় ধার্য খরচের পরিমাণ বাড়ানো ৷ প্রসঙ্গত, আগামী 10 মার্চ পেশ হবে কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেট ৷

কলকাতা পৌরনিগমের চলতি বছরে আয় বেড়েছে ৷ তবে, আর্থিক সংকট কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ বিগত বছরগুলির অপেক্ষায় চলতি অর্থবর্ষে (2022-23) রেকর্ড আয় করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ তবে, আয় বাড়লেও ব্যয় ও দেনার ভারে কোষাগারে ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি ৷ তাই আর্থিক বছর শেষে এখন পৌরভবনে তোড়জোড় চলছে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি ৷ লক্ষ্য প্রতিবারের বিপুল ঘাটতির ছবিকে বদলে ফেলা ৷ ঘাটতি থাকলেও তা যাতে বেশ খানিকটা কম হয়, সেই চেষ্টাই করা হচ্ছে ৷

2023-24 অর্থবর্ষের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক খরচে কাটছাঁট করা হবে বলে সূত্রের খবর ৷ তাতে পৌরনিগমের খানিক অর্থ সাশ্রয় হবে ৷ অন্যদিকে, আরও বেশ কয়েকটি খাতে বরাদ্দ অল্প-বিস্তর কমতে পারে ৷ শুধু বরাদ্দ কমানোই নয় ৷ এবার প্রাধান্য দেওয়া হতে পারে নিকাশি, জঞ্জাল সাফাই-সহ অল্প খরচের বিভিন্ন পৌর-পরিষেবায় খরচ বাড়ানোর উপর ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, যত বছর গেছে ক্রমে বেড়েছে বাজেট ঘাটতির পরিমাণ ৷ চলতি অর্থবর্ষে বাজেট ঘাটতি ধরা হয়েছিল 177 কোটি টাকা ৷ আগামী আর্থিক বছরে সেই ঘাটতি বেশ খানিকটা কমতে পারে ৷ কম-বেশি 100 কোটি টাকায় নামিয়ে আনার চেষ্টা করছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এখন দেখার চেষ্টা কতটা সফল হয় ৷ সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ করা যায় ৷

আরও পড়ুন: পড়ুয়াহীন পৌরস্কুলের ঝাঁপ বন্ধ করছে কলকাতা পৌরনিগম

চলতি মাসেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে ৷ তাই প্রাথমিকভাবে আগামী মার্চ মাসের 19 তারিখ কলকাতা পৌরনিগমের বাজেট পেশের দিন ঠিক করা হয়েছে ৷ বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম ৷ গত আর্থিক বছর অর্থাৎ, 2021-22 এর তুলনায় চলতি অর্থবর্ষে কয়েকশো কোটি টাকা অতিরিক্ত আয় করেছে পৌরনিগম ৷ সম্পত্তি কর মূল্যায়ণ এবং রাজস্ব আদায় বিভাগ, বিল্ডিং, লাইসেন্স, মার্কেট, বিনোদন-সহ বিভিন্ন ক্ষেত্র থেকে ইতিমধ্যে 1500 কোটি টাকার বেশি আয় হয়েছে ৷ গত অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি ৷

উল্লেখ্য, এখনও পর্যন্ত 2021 সালের মার্চ পর্যন্ত পাওনাদারদের বকেয়া অধিকাংশই মেটানো গিয়েছে ৷ কিন্তু, 2021 সালের এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত এখনও প্রায় হাজার কোটি টাকার দেনা পৌরনিগমের মাথায় রয়েছে ৷ এর বাইরেও রয়েছে অবসরপ্রাপ্ত এবং অন্যান্য ভাতার টাকা ৷ ফলে পরিস্থিতি বিচার করে একাধিক পৌর-পরিষেবায় খরচ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: কলকাতাবাসীর মাথায় হাত, বাড়তে পারে সম্পত্তি কর

উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ইতিমধ্যেই সম্পত্তিকর বাড়ানো হয়েছে ৷ এবার এপ্রিল থেকে বাড়ছে কমিউনিটি হলের ভাড়াও ৷ পাশাপাশি, বিনোদন কর খানিক বাড়তে পারে ৷ বাজেট প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই করতে এবার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে ৷ বড় বড় পার্ক, ব্যাংকোয়েট হলের বিনোদন করের হার বদলানোর প্রয়োজন রয়েছে বলে জানান ওই আধিকারিক ৷ কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স ফি বাড়ানোর সম্ভবনা রয়েছে কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.