কলকাতা, 10 জানুয়ারি: গত বছর ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । কিন্তু শুরু থেকেই সার্ভার সমস্যায় আবেদন জমা দিতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন প্রার্থীরা । এবার উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য অনলাইন নথি যাচাই প্রক্রিয়া চলাকালীন সার্ভাস সমস্যার মুখোমুখি হলেন প্রার্থীরা । অভিযোগ, গতকাল সকাল থেকেই সমস্যা হচ্ছে নথি যাচাইয়ের জন্য আবেদন করার পোর্টালে । আজ সন্ধে আটটাতেও বজায় রয়েছে সমস্যা ।
উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীরা জানাচ্ছেন, মাঝে মাঝে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সব ঠিক থাকলেও অধিকাংশ সময়েই লগ-ইন করতে গেলে সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে । গতকাল সকাল দশটা নাগাদ এই সমস্যা শুরু হয় । আজ সন্ধে পর্যন্ত অব্যাহত রয়েছে সেই সমস্যা । সার্ভার সমস্যার বিষয়টি স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশনও ।
কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক সার্ভার সমস্যার কারণ নিয়ে বলেন, "আমাদের দু'লাখ 28 হাজার প্রার্থীর আবেদন জমা পড়বে । প্রত্যেকের 10-12টা করে নথি আপলোড হবে । যখন বহু প্রার্থী একসঙ্গে আপলোড করার চেষ্টা করছে তখন সার্ভারের উপর চাপ সৃষ্টি হচ্ছে । তখন সমস্যা দেখা দিচ্ছে । তাই আমরা সাময়িকভাবে সার্ভার মেইনটেইনেন্সের জন্য বন্ধ রেখেছি। দ্রুত এই সমস্যা ঠিক হয়ে যাবে । আমাদের চারটে সার্ভার চলছে । তবু একসঙ্গে অনেকে ঢুকে আবেদনের চেষ্টা করলে এই ধরনের সমস্যা হবে । আমরা লক্ষ্য রাখছি । সমস্যা দেখা দিলেই দ্রুত সমাধানের চেষ্টা করছি।"
গতকাল থেকেই চলছিল এই সমস্যা । তারপরে আজ সন্ধেতে নথি যাচাইয়ের অনলাইন সাইটে কমিশনের তরফে প্রার্থীদের উদ্দেশে একটি বার্তা জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, "সার্ভার মেইনটেইনেন্সের জন্য প্রার্থীরা নথি আপলোডের সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন । 2021 সালের 10 জানুয়ারি রাত দশটা থেকে সাইটটি আবার সঠিকভাবে কাজ করবে ।"
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগের শুরুতেই জোড়া সমস্যা, সার্ভার সঙ্গে মামলাও
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পুনরায় উচচপ্রাথমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করেছে স্কুল সার্ভিস কমিশন । কোরোনা অতিমারির কারণে গত 4 জানুয়ারি থেকে অনলাইনে নথি যাচাইয়ের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে । যা চলবে 20 জানুয়ারি সন্ধে ছটা পর্যন্ত ।