ETV Bharat / state

BJP-র আদর্শে অনুপ্রাণিত আপনি, রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ কল্যাণের - Kalyan Bandapadhyay letter to Governor

কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য-রাজ্যপালে সংঘাত চলছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একটি পাঁচ পাতার পত্র লিখে তাঁর সাংবিধানিক পরিসীমার কথা জানিয়ে দিয়েছিলেন ৷ এরপরই বারবার টুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হচ্ছেন রাজ্যপাল । তাই মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমালোচনা করার কারণে রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

Kalyan Bandapadhyay
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 28, 2020, 6:13 PM IST

কলকাতা , 28 এপ্রিল : রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় চিঠি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি রাজ্যপালকে লেখেন "আপনার আচরণে মনে হয় , আপনি BJP-র আদর্শে অনুপ্রাণিত । অন্য কোনও উদ্দেশ্যে লাগাতার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে চলেছেন ।"


কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একটি পাঁচ পাতার পত্র লিখে তাঁর সাংবিধানিক পরিসীমার কথা জানিয়ে দিয়েছিলেন ৷ এরপরই বারবার টুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হচ্ছেন রাজ্যপাল । আজ মঙ্গলবারও পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল । প্রথম টুইটে কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ৷ আবার,দ্বিতীয় টুইটে জনগণের বিষয়ে চিন্তা করে পরিস্থিতির দিকে নজর দিতে বলেছেন ৷ আর শেষ টুইটে তিনি লেখেন , "মানুষের স্বার্থে আপনার অজুহাত , পালিয়ে যাওয়ার যে মনোভাব রয়েছে তা পরিবর্তন করুন । আমরা চরম সংকটে রয়েছি । একমাত্র কেন্দ্রের সঙ্গে সহযোগেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব । রাজ্যের অভ্যন্তরে রাজ্য চালানোর যে মনোভাব তা অসাংবিধানিক । "

রাজ্যপালের এই টুইট বা চিঠির জবাব না দিয়ে এই বিষয়টিকে কার্যত এড়িয়ে চলার পন্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে ছেড়ে কথা বলেননি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে সমালোচনা করার কারণে রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি দিলেন তিনি ।

চার পাতার চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন , "মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা প্রশাসন যখন কোরোনার বিরুদ্ধে লড়াই করেছে তখন পদের অপব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আক্রমণ করছেন রাজ্যপাল । এটা প্রমাণ করছে যে রাজ্যপাল ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত । প্রধানমন্ত্রী যখন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সমস্ত রাজ্যকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তখন রাজ্যপাল শত্রুভাবাপন্ন আচরণ করে চলেছেন ।"

কলকাতা , 28 এপ্রিল : রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় চিঠি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি রাজ্যপালকে লেখেন "আপনার আচরণে মনে হয় , আপনি BJP-র আদর্শে অনুপ্রাণিত । অন্য কোনও উদ্দেশ্যে লাগাতার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে চলেছেন ।"


কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একটি পাঁচ পাতার পত্র লিখে তাঁর সাংবিধানিক পরিসীমার কথা জানিয়ে দিয়েছিলেন ৷ এরপরই বারবার টুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হচ্ছেন রাজ্যপাল । আজ মঙ্গলবারও পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল । প্রথম টুইটে কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ৷ আবার,দ্বিতীয় টুইটে জনগণের বিষয়ে চিন্তা করে পরিস্থিতির দিকে নজর দিতে বলেছেন ৷ আর শেষ টুইটে তিনি লেখেন , "মানুষের স্বার্থে আপনার অজুহাত , পালিয়ে যাওয়ার যে মনোভাব রয়েছে তা পরিবর্তন করুন । আমরা চরম সংকটে রয়েছি । একমাত্র কেন্দ্রের সঙ্গে সহযোগেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব । রাজ্যের অভ্যন্তরে রাজ্য চালানোর যে মনোভাব তা অসাংবিধানিক । "

রাজ্যপালের এই টুইট বা চিঠির জবাব না দিয়ে এই বিষয়টিকে কার্যত এড়িয়ে চলার পন্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে ছেড়ে কথা বলেননি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে সমালোচনা করার কারণে রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি দিলেন তিনি ।

চার পাতার চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন , "মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা প্রশাসন যখন কোরোনার বিরুদ্ধে লড়াই করেছে তখন পদের অপব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আক্রমণ করছেন রাজ্যপাল । এটা প্রমাণ করছে যে রাজ্যপাল ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত । প্রধানমন্ত্রী যখন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সমস্ত রাজ্যকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তখন রাজ্যপাল শত্রুভাবাপন্ন আচরণ করে চলেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.