কলকাতা, 28 মে : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা নিয়ে এবার আরও তৎপর হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কীভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আজ একপ্রস্থ বৈঠক সেরে নিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মূলত, দলের যুব জেলা সভাপতি, রাজ্য যুব কমিটির সদস্য, ব্লক সভাপতি ও অন্যান্য জেলা ও ব্লক যুব প্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তাঁরা।
বর্তমানে দুটি সমস্যায় জর্জরিত রাজ্য। দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাশাপাশি আমফান ঘূর্ণিঝড়ে রাজ্য়ের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত । রাজ্যের বহু মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আজ এনিয়ে দলের যুব সংগঠনের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলা-ব্লক স্তরের নেতা কর্মীরা।
বৈঠক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " বৈঠকে কোরোনা ও সাইক্লোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই কঠিন সময়ে আমরা কীভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, তারই পরিকল্পনা করা হচ্ছে । আশা করি দ্রুত রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে ।"