ETV Bharat / state

প্রয়াত সাংবাদিক রোহিত বসু, COVID রিপোর্ট পজ়িটিভ - হার্ট অ্যাটাকে মারা গেলেন রোহিত বসু

প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক রোহিত বসু ৷ তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ গতকাল তাঁর হার্ট অ্যাটাক হয় ৷

Senior journalist Rohit Basu dies at 59
প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত বসু
author img

By

Published : Jul 23, 2020, 1:36 PM IST

Updated : Jul 23, 2020, 2:51 PM IST

কলকাতা, 23 জুলাই : প্রয়াত সাংবাদিক রোহিত বসু ৷ তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ গতকাল তাঁর হার্ট অ্যাটাক হয় ৷ এরপর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তিনি একটি জনপ্রিয় বাংলা দৈনিকের অ্যাসোসিয়েট এডিটর ছিলেন ৷

রোহিত বসুর মৃত্যুর পর তাঁর সোয়াবের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর তাঁর দেহ কলকাতা পৌরনিগমের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতিতে বলেন , রোহিত বসুর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ৷ রাজনৈতিক খবর বিশ্লেষক হিসেবে একজন নামী সাংবাদিক ছিলেন রোহিত বসু ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ৷ এছাড়াওে তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ কর্মজীবনে তিনি একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন ৷ গত দেড় বছর ধরে তিনি কর্মসূত্রে শিলিগুড়িতেই থাকতেন ৷ মঙ্গলবার কলকাতায় বাড়িতে ফিরেছিলেন ৷

কলকাতা, 23 জুলাই : প্রয়াত সাংবাদিক রোহিত বসু ৷ তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ গতকাল তাঁর হার্ট অ্যাটাক হয় ৷ এরপর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তিনি একটি জনপ্রিয় বাংলা দৈনিকের অ্যাসোসিয়েট এডিটর ছিলেন ৷

রোহিত বসুর মৃত্যুর পর তাঁর সোয়াবের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর তাঁর দেহ কলকাতা পৌরনিগমের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতিতে বলেন , রোহিত বসুর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ৷ রাজনৈতিক খবর বিশ্লেষক হিসেবে একজন নামী সাংবাদিক ছিলেন রোহিত বসু ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ৷ এছাড়াওে তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ কর্মজীবনে তিনি একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন ৷ গত দেড় বছর ধরে তিনি কর্মসূত্রে শিলিগুড়িতেই থাকতেন ৷ মঙ্গলবার কলকাতায় বাড়িতে ফিরেছিলেন ৷

Last Updated : Jul 23, 2020, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.