ETV Bharat / state

গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ রাজ্যের - স্বনির্ভর গোষ্ঠী

লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন । আর সেটাকে মাথায় রেখে আসরে নেমে পড়েছে তৃণমূল । ইতিমধ্যে তিনটি দপ্তর একযোগে গ্রামীণ কর্মসংস্থান ঘটানোর উদ্যোগ নিয়েছে ।

Self help group
স্বনির্ভর গোষ্ঠী
author img

By

Published : Mar 3, 2020, 9:19 PM IST

কলকাতা, 3 মার্চ : পরের বছর বিধানসভা ভোট। তার আগে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে উদ্যোগী রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী দপ্তর । গ্রামগুলিতে অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে সামাজিক মানোন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা ।

ইতিমধ্যে তিনটি দপ্তর একযোগে গ্রামীণ কর্মসংস্থান ঘটানোর উদ্যোগ নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের সঙ্গে একযোগে তিনটি দপ্তর প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা করবে । আজ ETV ভারতকে সেকথা জানালেন স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে ।

কর্মসংস্থানে স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগ

তিনি বলেন, "আমরা তিনটি দপ্তরের সাহায্যে ট্রেনিং দিচ্ছি । তারমধ্যে রয়েছে আমার দপ্তরও । গরিব লোক হলে শেড করে পোলট্রি করে দেওয়া হবে । একটা সার্বিক বিকাশ হবে । ইন্ডাস্ট্রিতে কোটি টাকা ঢালব ।"

কলকাতা, 3 মার্চ : পরের বছর বিধানসভা ভোট। তার আগে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে উদ্যোগী রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী দপ্তর । গ্রামগুলিতে অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে সামাজিক মানোন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা ।

ইতিমধ্যে তিনটি দপ্তর একযোগে গ্রামীণ কর্মসংস্থান ঘটানোর উদ্যোগ নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের সঙ্গে একযোগে তিনটি দপ্তর প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা করবে । আজ ETV ভারতকে সেকথা জানালেন স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে ।

কর্মসংস্থানে স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগ

তিনি বলেন, "আমরা তিনটি দপ্তরের সাহায্যে ট্রেনিং দিচ্ছি । তারমধ্যে রয়েছে আমার দপ্তরও । গরিব লোক হলে শেড করে পোলট্রি করে দেওয়া হবে । একটা সার্বিক বিকাশ হবে । ইন্ডাস্ট্রিতে কোটি টাকা ঢালব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.