ETV Bharat / state

"কয়েন নিতে না চাইলে হতে পারে দেশদ্রোহিতার মামলা" - RUPEE

বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 27, 2019, 10:14 PM IST

Updated : Jun 27, 2019, 10:20 PM IST

কলকাতা, 27 জুন : RBI বলছে 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা । দোকান, বাজার থেকে বাস, ট্রাম বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

কখনও বিক্রেতা নেন না । কখনও বা ক্রেতা নিতে রাজি হন না । সব মিলিয়ে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে । এই দ্বন্দ্ব কাটাতে গতকাল এক বিবৃতি দেয় RBI । স্পষ্ট জানানো হয়, 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই ।

এই কয়েন নিতে কেউ বা কারা যদি অস্বীকার করে, তা কি তা শাস্তিযোগ্য অপরাধ ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবীদের বক্তব্য -

আইনজীবী আশিসকুমার চৌধুরি বলেন, "RBI-র গাইডলাইনের 124-এ ধারায় বলা আছে, দেশবাসী হিসাবে কেউ দেশের কোনও মুদ্রা নিতে অস্বীকার করতে পারেন না । এটা এক ধরনের দেশদ্রোহিতার মধ্যে পড়ে এবং শাস্তিযোগ্য অপরাধ।"

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "RBIর গাইডলাইনে বলা আছে, যে কোনও ব্যাঙ্ক তার গ্রাহক না হলেও একজন ব্যক্তির থেকে কয়েন নিতে বাধ্য । এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল । সেই মামলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সব কয়েন নিতে সবাই বাধ্য । কেউ কয়েন না নিলে তা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবীদের বক্তব্য

এই সংক্রান্ত খবর : 50 পয়সা বা ছোটো 1 টাকা, অবৈধ নয় কোনও কয়েন

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "কয়েন নিতে কেউ অস্বীকার করলে RBI নিজে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাশাপাশি রাজ্য সরকারও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে । সর্বাধিক ছ'মাস জেল হতে পারে সেই সঙ্গে জরিমানা ।"

কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, "কেউ কয়েন নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে পারেন । জেলাশাসকের হেল্প লাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন । অভিযোগ জানাতে পারেন ন্যাশনাল কনজ়িউমার কমিশনেও ।"

এই সংক্রান্ত খবর :নির্দেশিকাই সার ! ছোটো কয়েন নিয়ে ভোগান্তির শেষ নেই

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "সরাসরি রিজ়ার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানানো যেতে পারে । কারণ, এটা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রিজ়ার্ভ ব্যাঙ্ক, অর্থ মন্ত্রকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানাতে পারেন ।"

কলকাতা, 27 জুন : RBI বলছে 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা । দোকান, বাজার থেকে বাস, ট্রাম বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

কখনও বিক্রেতা নেন না । কখনও বা ক্রেতা নিতে রাজি হন না । সব মিলিয়ে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে । এই দ্বন্দ্ব কাটাতে গতকাল এক বিবৃতি দেয় RBI । স্পষ্ট জানানো হয়, 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই ।

এই কয়েন নিতে কেউ বা কারা যদি অস্বীকার করে, তা কি তা শাস্তিযোগ্য অপরাধ ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবীদের বক্তব্য -

আইনজীবী আশিসকুমার চৌধুরি বলেন, "RBI-র গাইডলাইনের 124-এ ধারায় বলা আছে, দেশবাসী হিসাবে কেউ দেশের কোনও মুদ্রা নিতে অস্বীকার করতে পারেন না । এটা এক ধরনের দেশদ্রোহিতার মধ্যে পড়ে এবং শাস্তিযোগ্য অপরাধ।"

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "RBIর গাইডলাইনে বলা আছে, যে কোনও ব্যাঙ্ক তার গ্রাহক না হলেও একজন ব্যক্তির থেকে কয়েন নিতে বাধ্য । এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল । সেই মামলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সব কয়েন নিতে সবাই বাধ্য । কেউ কয়েন না নিলে তা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবীদের বক্তব্য

এই সংক্রান্ত খবর : 50 পয়সা বা ছোটো 1 টাকা, অবৈধ নয় কোনও কয়েন

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "কয়েন নিতে কেউ অস্বীকার করলে RBI নিজে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাশাপাশি রাজ্য সরকারও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে । সর্বাধিক ছ'মাস জেল হতে পারে সেই সঙ্গে জরিমানা ।"

কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, "কেউ কয়েন নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে পারেন । জেলাশাসকের হেল্প লাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন । অভিযোগ জানাতে পারেন ন্যাশনাল কনজ়িউমার কমিশনেও ।"

এই সংক্রান্ত খবর :নির্দেশিকাই সার ! ছোটো কয়েন নিয়ে ভোগান্তির শেষ নেই

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "সরাসরি রিজ়ার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানানো যেতে পারে । কারণ, এটা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রিজ়ার্ভ ব্যাঙ্ক, অর্থ মন্ত্রকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানাতে পারেন ।"

Intro:এক টাকা পঞ্চাশ পয়সার কয়েন না নিলে কি হতে পা? Body:
মানস নস্কর---

১ টাকা ৫০ পয়সার কয়েন না নিলে কি হতে পারে?

কলকাতা ২৭ জুনঃ
RBI র গাইডলাইনের ১২৪এ ধারায় বলা আছে একজন দেশবাসী হিসাবে কেউ দেশের মুদ্রা নিতে অস্বীকার করতে পারে না।এটা এক ধরনের দেশদ্রোহীতার মধ্যে পড়ে।এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। অনেক ক্ষেত্রেই হাটেবাজারে সাধারন মানুষ যে সমস্যায় পড়ে অর্থাৎ কেউ কয়েন নিতে অস্বীকার যদি করে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিসে অভিযোগ জানাতে পারেন,জেলা শাসকের হেল্ফ লাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন বা ন্যাশানাল কনজিউমার কমিশনে অভিযোগ জানাতে পারেন।যে নিতে অস্বীকার করছে তার বিরুদ্ধে ১২৪এ ধারায় মামলা রুজু হতে পারে, জানালেন আইনজীবী আশিস কুমার চৌধুরী।

এ সমস্যা আজকের নয়।২০১৭ সালে ঠিক যখন নোটবন্দিকরন করা হয়েছিল সেই সময় এই সমস্যা চরম আকার নিয়েছিল।এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছিল দরিদ্র সাধারণ মানুষ,যারা ভিখিরি তারা সাংঘাতিক সমস্যায় পড়েছিল। RBIর গাইডলাইনে বলা আছে যে কোন সিডিউলড ব্যাংক তার গ্রাহক না হলেও একজন ব্যাক্তির থেকে কয়েন নিয়ে সেটা টাকা করে দিতে বাধ্য।এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ও দায়ের হয়েছিল। সেই মামলায় রিজার্ভ ব্যাংকের তরফে আইনজীবী জানিয়েছিলেন সমস্ত কয়েকই নিতে সবাই বাধ্য।সাধারন মানুষ যদি সমস্যায় পড়ে তাহলে সরাসরি রিজার্ভ ব্যাংকে অভিযোগ জানাতে পারে।বা সরকারি মুদ্রা নিতে অস্বীকার করছে বলে পুলিশে অভিযোগ জানানো যেতে পারে।কারন এটা দেশদ্রোহীতার মধ্যে পড়ে,জানালেন আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী।

যেহেতু গাইডলাইন RBIর তাই সরাসরি রিজার্ভ ব্যাংকে অভিযোগ জানানো যেতে পারে।আইপিসি ১৮৮ অনুয়ায়ী কোন পাবলিক সারভেন্টের দেওয়া নির্দেশিকা মানতে অস্বীকার করলে জেল জরিমানা দুই হতে পারে।RBI নিজে এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পারে।পাশাপাশি রাজ্য ও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।সর্বাধিক ৬ মাস জেল হতে পারে সঙহে জরিমানা, জানালেন আইনজীবী ফিরদৌস শামিম। Conclusion:
Last Updated : Jun 27, 2019, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.