ETV Bharat / state

রাজ্যপালের সুরক্ষায় এবার কেন্দ্রীয় বাহিনী ? - Jagdeep Dhankar govornor

বর্তমানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ । তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকে নিরাপত্তার অভাব বোধ করেন ৷ যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁর নিরাপত্তায় যাতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা চলছে ৷

রাজ্যপাল
author img

By

Published : Oct 17, 2019, 5:14 PM IST

কলকাতা , 17 অক্টোবর : রাজ্য পুলিশে আস্থা নেই? আপাতত সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে । কারণ, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে । সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তায় এবার যুক্ত হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী । ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর তরফে রাজভবনে গিয়ে বৈঠক করা হয়েছে বলেও জানা গেছে।

বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ । তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পর রাজ্যপাল জগদীপ ধনকড় নিরাপত্তার অভাব বোধ করেন । এই বিষয়ে রাজ্যপালের সচিব সতীশ তিওয়ারি চিঠি লেখেন নবান্নে । বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকেও । তারপরেই নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয় । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনীর কাছে একটি নির্দেশিকা গেছে, তেমনটাই খবর ৷ সেই নির্দেশিকা আসার পরেই গতকাল চারজন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তা রাজভবনে যান ও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন ৷

তবে সূত্রের খবর যে, এই সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি । তারপরেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর উপর ।

কলকাতা , 17 অক্টোবর : রাজ্য পুলিশে আস্থা নেই? আপাতত সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে । কারণ, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে । সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তায় এবার যুক্ত হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী । ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর তরফে রাজভবনে গিয়ে বৈঠক করা হয়েছে বলেও জানা গেছে।

বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ । তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পর রাজ্যপাল জগদীপ ধনকড় নিরাপত্তার অভাব বোধ করেন । এই বিষয়ে রাজ্যপালের সচিব সতীশ তিওয়ারি চিঠি লেখেন নবান্নে । বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকেও । তারপরেই নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয় । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনীর কাছে একটি নির্দেশিকা গেছে, তেমনটাই খবর ৷ সেই নির্দেশিকা আসার পরেই গতকাল চারজন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তা রাজভবনে যান ও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন ৷

তবে সূত্রের খবর যে, এই সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি । তারপরেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর উপর ।

Intro:কলকাতা, 17 অক্টোবর: রাজ্য পুলিশ আস্থা নেই? আপাতত সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যপালের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তায় এবার যুক্ত হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর তরফে রাজভবনে গিয়ে বৈঠক করা হয়েছে বলে জানা গেছে।
Body:বর্তমানে কলকাতা পুলিশ রাজ্যপালকে নিরাপত্তা দেয়। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যপাল নিরাপত্তার অভাব বোধ করেন। সূত্রের খবর তেমনটাই। এ বিষয়ে রাজ্যপালের সচিব সতীশ তিওয়ারি চিঠি লেখেন নবান্নে। বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও। তারপরেই রাজ্যপালের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনীর কাছে একটি নির্দেশিকা এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সূত্রের খবর তেমনটাই। সেই নির্দেশিকা আসার পরেই গতকাল চারজন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তা রাজভবনে যান পুরো বিষয়টি খতিয়ে দেখতে।
Conclusion:সূত্রের খবর, আরেকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। তারপরেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে পুরোপুরি মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। যদিও এই বিষয়ে নবান্ন এখনো পর্যন্ত অন্ধকারে বলেই খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.