কলকাতা , 17 অক্টোবর : রাজ্য পুলিশে আস্থা নেই? আপাতত সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে । কারণ, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে । সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তায় এবার যুক্ত হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী । ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর তরফে রাজভবনে গিয়ে বৈঠক করা হয়েছে বলেও জানা গেছে।
বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ । তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পর রাজ্যপাল জগদীপ ধনকড় নিরাপত্তার অভাব বোধ করেন । এই বিষয়ে রাজ্যপালের সচিব সতীশ তিওয়ারি চিঠি লেখেন নবান্নে । বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকেও । তারপরেই নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয় । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনীর কাছে একটি নির্দেশিকা গেছে, তেমনটাই খবর ৷ সেই নির্দেশিকা আসার পরেই গতকাল চারজন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তা রাজভবনে যান ও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন ৷
তবে সূত্রের খবর যে, এই সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি । তারপরেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর উপর ।