কলকাতা, 17 ফেব্রুয়ারি : অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক সংগঠনের বেশ কয়েকজন সদস্যের আদিগঙ্গায় নেমে বিক্ষোভের পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের চারপাশে বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা । একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের নেতৃত্বে একটি বিশেষ বাহিনী মুখ্যমন্ত্রীর বাড়ি 24 ঘণ্টায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলবেন । এমনটাই খবর লালবাজার সূত্রে ।
গতকাল আদিগঙ্গায় জলে নেমে শিক্ষক সংগঠনের সদস্যরা আন্দোলন করেছিলেন । সেই আদিগঙ্গায় এবার থেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের একটি নৌকা 24 ঘণ্টা ভাসমান অবস্থায় পাহারার কাজ করবে । লালবাজার সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করা হচ্ছে । পাশাপাশি একাধিক ব্যারিকেডও আনা হয়েছে । আদিগঙ্গা চারপাশে যে ছোটো ছোটো ঘাটগুলি রয়েছে, সেই ঘাটগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে । ইতিমধ্যেই আদিগঙ্গার উপর যে লোহার সাঁকোটি রয়েছে, সেটির উপর দিয়ে সাধারণ মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা পুলিশ ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ, নিন্দা জানালেন শিক্ষামন্ত্রী
গতকালই নজিরবিহীনভাবে অনুমোদনহীন মাদ্রাসারগুলির শিক্ষক সংগঠনের বেশ কয়েকজন সদস্য আলিপুর সংশোধনাগারের পাশে এবং মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আদিগঙ্গায় নেমে নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখান । পরিস্থিতি সামাল দিতে লাল বাজার থেকে সরাসরি ঘটনাস্থানে আসতে হয়েছিল কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রকে । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই নিরাপত্তা ব্যবস্থায় আঁটসাট করা হল লালবাজারের তরফে ।