কলকাতা, 13 জুন: মঙ্গলবার দিনভর বোমাবাজি ও গুলির শব্দে কেঁপে উঠেছে ভাঙড়ের 2 নং ব্লক ৷ আইএসএফ প্রার্থীদের মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যে ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ভূমিকায় অসন্তুষ্ট আইপিএস মহল ৷ ব্লক অফিসের 1 কিলোমিটারের মধ্যে যেভাবে বোমা ফাটানো হয়েছে এবং পুলিশ যেভাবে নির্বিকার থেকেছে, সেই ছবি পুলিশ প্রশাসনের মাথা হেঁট করে দিয়েছে বলেই রাজ্যের আইপিএস-মহলের একাংশ মনে করছে ৷ এই পরিমাণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, সেই খবর কেন ছিল না ? সেই প্রশ্ন তুলেছেন তাঁরা ৷
এ দিন ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রের দাবি, সংখ্যাটা কয়েকশো ৷ বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে বোমা যেমন ছোড়া হয়েছে, তেমনি পুলিশ বাধা দিতে গেলে তাদের দিকেও বোমা চার্জ করে দুষ্কৃতীরা ৷ আর সেখানে পুলিশকে ভয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ৷ কেন এই দৃশ্য দেখতে হবে ? কেন পুলিশ প্রশাসনের কাছে এত বড় আইনশৃঙ্খলার অবনতির আগাম তথ্য ছিল না ? সেই সব প্রশ্ন তুলেছে আইপিএস মহলের একাংশ ৷ মূলত, রাজ্য গোয়েন্দা দফতরের গাফিলতির ছবি ফের একবার স্পষ্ট ৷
তাঁরা প্রশ্ন তুলেছেন, সকালেই যখন ব্যাপক বোমাবাজি ও গুলি চলার খবর পাওয়া গিয়েছিল, তখন এসডিপিও এবং স্থানীয় পুলিশ সুপার ঘটনাস্থলে যাননি কেন ? কেন এসডিপিও এবং অন্যান্য আধিকারিকরা দেরিতে ঘটনাস্থলে পৌঁছলেন ? এমনই একাধিক প্রশ্ন তুলেছেন নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চপদস্থ আধিকারিক ৷ তাঁদের গলায় স্পষ্টতই পুলিশের ভূমিকায় অসন্তোষ দেখা গিয়েছে ৷ 144 ধারা লাগু থাকা সত্ত্বেও কীভাবে বিপুলসংখ্যায় বোমা বিডিও দফতরের কয়েকশো মিটারের মধ্যে ঢুকল ? সেই প্রশ্নও তুলেছেন তাঁরা ৷ তবে, এত প্রশ্নের জবাব কারও কাছেই নেই ৷
আরও পড়ুন: রণক্ষেত্র ভাঙড়ে আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা
তবে, পুলিশের কর্তারা এ দিন ঘটনাস্থলে যাওয়ার পরেই অন্য ছবি দেখা যায় ৷ বিশাল সংখ্যা পুলিশের বাহিনী ও ব়্যাফ নামানো হয় ৷ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ তার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ কিন্তু, তা সত্ত্বেও রক্তক্ষয় আটকানো যায়নি ৷ তৃণমূল ও আইএসএফ দু’পক্ষের একজন করে সদস্য গুলিবিদ্ধ হয়েছেন ৷ যাঁদের মধ্যে একজন আইএসএফ প্রার্থী ৷ তিনি আহত অবস্থাতেই বিডিও দফতরে পৌঁছান মনোনয়ন তোলা ও জমা দেওয়ার জন্য ৷
আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন
একটা সময় পুলিশের বিশাল বাহিনী বিডিও দফতরকে বাইরে থেকে ব্যারিকেড করে ঘিরে দেয় ৷ যাতে দুষ্কৃতীরা ভিতরে মনোনয়ন জমা দিতে আসা প্রার্থীদের উপর হামলা করতে না পারে ৷ এই পরিস্থিতিতে ভাঙড় সংলগ্ন কলকাতা পুলিশ কমিশনারেটের এলাকায় যাতে অশান্তির আঁচ ছড়িয়ে না পড়ে, তার জন্য জরুরি বৈঠকে বসে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷
আরও পড়ুন: রক্ত দেব নন্দীগ্রামে চোরেদের জায়গা দেব না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর
ইএম বাইপাস সংলগ্ন ভাঙড়ের ঘটকপুকুর লাগোয়া কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা এলাকা রয়েছে ৷ পাশাপাশি, প্রগতি ময়দান ও সার্ভে পার্ক থানার কিছুটা অংশও ভাঙড়ের সীমানা সংলগ্ন ৷ তাই এই সব থানার আধিকারিকদের সতর্ক করা হয় ৷ ভাঙড়ের সীমানায় পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে ৷ নাকা তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভাঙড়ে পুলিশের ধরপাকড় থেকে বাঁচতে যাতে কেউ কলকাতা পুলিশের এলাকায় ঢুকে না পড়ে তা নিশ্চিত করতে বলা হয়েছে ৷