ফরিদপুর, 6 জুলাই : গোপনে কাটমানির টাকা ফেরৎ দেওয়ার ভিডিয়ো ভাইরাল হল দূর্গাপুরের লাউদোহায় । মানুষের ক্ষোভ মেটাতে মোট 75 জনকে 3 লাখ 21 হাজার টাকা ফেরত দেন তৃণমূল নেতা রবিলাল মণ্ডল । খুব গোপনে সারতে চাইলেও সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে ।
গত মাসের 23 জুন ফরিদপুর থানার প্রতাপপুর গ্রামের তৃণমূল নেতা রবিলাল মণ্ডলের বাড়ি গ্রামের কিছু মানুষ ঘেরাও করেন । ওই নেতা কেন্দ্রীয় আবাস যোজনার টাকা নেন বলে অভিযোগ । এরপর আজ গ্রামের কমিউনিটি হলে এই টাকা ফেরতের কাজটি করা হয় । প্রত্যেকের সই করিয়ে অথবা টিপ সই নিয়ে টাকা ফেরৎ দেন তিনি ।
ঘটনাস্থানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য ঋষিকেশ হালদার ও তৃণমূল বুথ সভাপতি সুব্রত মুখোপাধ্য়ায় । জানা গেছে, সমস্ত টাকা ফেরৎ দেননি তিনি ।