কলকাতা, 19 এপ্রিল: কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের অধীনে দ্বিতীয় দফায় সমীক্ষা শুরু করতে প্রতিটি থানাকে নির্দেশ দিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল । জানা গিয়েছে, কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের দ্বিতীয় দফায় মূলত থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে সমীক্ষা শুরুর জন্য ৷ তাঁদের দায়িত্বপ্রাপ্ত থানা সংলগ্ন এলাকা খুঁজে বের করতে হবে, যেখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের প্রয়োজন রয়েছে। এই সমীক্ষা রিপোর্ট কলকাতা পুলিশের সদর দফতরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল ৷
শহরকে অপরাধ মুক্ত এবং দুষ্কৃতীশূন্য করতে নগরপালের এই নির্দেশ । মূলত কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের অধীনে প্রথম দফায় শহরের বেশ কিছু স্কুল কলেজে 1020টি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ সম্পন্ন হয়েছে ৷ এই কাজ করতে মোট খরচ হয়েছে 32 কোটি টাকা। দ্বিতীয় দফায় কোন কোন এলাকায় কতগুলি সিসিটিভি ক্যামেরা বসানোর প্রয়োজন, তার একটি রিপোর্ট লালবাজারে দিতে বলা হয়েছে ।
পাশাপাশি শহরে যে সকল থানা এবং ট্রাফিক গার্ড রয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলির কী অবস্থা রয়েছে এবং সেখান থেকে ঠিকভাবে ছবি আসে কি না, তার বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে লালবাজারের তরফে। মূলত নির্ভয়া প্রকল্পের দ্বিতীয় দফায় মহিলা স্কুল-কলেজের নিকটবর্তী উচ্চক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের থেকে ৷
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডের এক দশক পরেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা
সম্পূর্ণ বিষয়টি কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিকের তত্ত্বাবধানে দেখাশোনা চলছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় দফায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা। প্রাথমিকভাবে লালবাজারের সব থানা নিজ নিজ এলাকার 8 থেকে 10টি এলাকার নাম প্রাথমিকভাবে পাঠিয়ে রেখেছেন ৷ যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে ৷
নির্ভয়া প্রকল্প কী:
দিল্লি, চেন্নাই, মুম্বই, কলকাতা-সহ দেশজুড়ে পুলিশি ব্যবস্থায় মহিলাদের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে এই প্রকল্প বলা হয়েছিল মহিলাদের নিরাপত্তার বিষয়টি স্থানীয় প্রশাসনকে দেখতে হবে ৷ দুর্গত ও নির্জন এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে ৷ রাস্তায় পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করতে হবে ৷ মহিলাদের নিরাপত্তার বিষয়টি ভালোভাবে দেখতে হবে ৷