কলকাতা, 10 জানুয়ারি : রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে চার পৌরসভায় আসন্ন ভোটপর্ব স্থগিত রাখার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এই মামলার শুনানিতে গত কমিশন আদালতে জানিয়েছিল, যতক্ষণ না জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়, ততক্ষণ ভোট স্থগিত রাখার কোনও পরিকল্পনা কমিশনের নেই ৷ এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের বিস্তারিত বক্তব্য লিখিত আকারে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট । সূত্রের খবর, সোমবার সেই হলফনামা জমা পড়েছে আদালতে (SEC submits affidavit to Calcutta High Court ) ।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের তরফে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, করোনাবিধি মেনেই নির্দিষ্ট সময়ে ভোট হবে । প্রচার থেকে শুরু করে একাধিক বিষয়ে নতুন করে নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ ভার্চুয়াল প্রচারের উপর জোর দিতে বলা হয়েছে । প্রচারে জমায়েত কমানোর কথা বলা হয়েছে বলেও আদালতে দেওয়া হলফনামায় জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি । হলফনামায় ঠিক কী কী জানিয়েছে কমিশন, তা তখনই স্পষ্ট হবে ৷
আরও পড়ুন : মহিলাদের বাড়তি গুরুত্ব দিয়ে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের
উল্লেখ্য, গত 28 ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী 22 জানুয়ারি রাজ্যের চার পৌরনিগম বিধাননগর,আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে নির্বাচন হবে ৷ কিন্তু তারপরই করোনা সংক্রমণের বৃদ্ধি সামনে আসতে শুরু করে রাজ্যে । সংক্রমণ কমাতে রাজ্য সরকার ইতিমধ্যেই স্কুল, কলেজ বন্ধ রাখা-সহ একাধিক নির্দেশিকা জারি করেছে ৷ এই পরিস্থিতিতে চার পৌরনিগমের ভোট স্থগিত রাখার আর্জি জানিয়ে এক সমাজকর্মী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।