ETV Bharat / state

Sealdah Platform Extension : 12 বগির ট্রেনের জন্য শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শুরু

শিয়ালদা স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন দাঁড়াতে পারে না ৷ সেই কাজই শুরু হয়েছে ৷ 2024-এর মার্চের মধ্যে কাজ শেষ হবে, জানিয়েছেন রেল কর্তৃপক্ষ (Sealdah Platform Extension) ৷

Sealdah Platform Extension News
শিয়ালদা স্টেশন
author img

By

Published : Apr 28, 2022, 8:15 AM IST

কলকাতা, 28 এপ্রিল : বড় করা হচ্ছে শিয়ালদা স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম । অন্যতম ব্যস্ত এই স্টেশনের বেশ কিছু প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন দাঁড়ানোর সুবিধে নেই ৷ সেই জন্যে নির্দিষ্ট কয়েকটি প্ল্যাটফর্মের জায়গা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে (Sealdah Station platform extension work begins for 12 bogies train) ।

প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । 12 বগির ট্রেন যাতে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, তার জন্যই এই সংস্কারের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ অনেকদিন ধরেই সব প্ল্যাটফর্মকে 12 বগি ট্রেনের উপযোগী করে তোলার পরিকল্পনা ছিল পূর্ব রেলের । সেই কাজ এবার শুরু হয়েছে । 2023 সালের মধ্যেই সম্পূর্ণ হবে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী ।

শিয়ালদা স্টেশনে কয়েকটি প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন দাঁড়াবে, কাজ আরম্ভ হয়ে গিয়েছে

আরও পড়ুন : railway track damaged at guma: গুমায় বসে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা মালবাহী ট্রেনের

তিনি বলেন, "শিয়ালদা স্টেশনের 2, 3, 4, 5 ও 10 নম্বর প্ল্যাটফর্মে এখনও 12 বগির ট্রেন দাঁড়াতে পারে না । সেখানে এখনো 9 বগির ট্রেনই দাঁড়ায় । এই প্ল্যাটফর্মগুলির জায়গা বাড়ানোর জন্য 12 কোটি বরাদ্দ হয়েছে ৷" আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে মাপজোকের কাজ আরম্ভ হয়েছে ৷ 2024, মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করত হবে ৷ তিনি আশ্বাস দিয়েছেন এই সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ হবে ৷

প্ল্যাটফর্মে জায়গা বাড়াতে বাইরের দিকে নয়, ভাঙা হবে ভিতর দিকে ৷ অর্থাৎ ভিতরের দিকে প্ল্যাটফর্ম বৃদ্ধি পাবে ৷ তবে ওই কাজের জন্য যাত্রীদের যাতায়াত করতে কোনও রকম অসুবিধা হবে না ৷ বরং এই কাজ শেষ হলে যাত্রীদের অনেকটাই সুবিধে হবে ৷

কলকাতা, 28 এপ্রিল : বড় করা হচ্ছে শিয়ালদা স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম । অন্যতম ব্যস্ত এই স্টেশনের বেশ কিছু প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন দাঁড়ানোর সুবিধে নেই ৷ সেই জন্যে নির্দিষ্ট কয়েকটি প্ল্যাটফর্মের জায়গা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে (Sealdah Station platform extension work begins for 12 bogies train) ।

প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । 12 বগির ট্রেন যাতে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, তার জন্যই এই সংস্কারের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ অনেকদিন ধরেই সব প্ল্যাটফর্মকে 12 বগি ট্রেনের উপযোগী করে তোলার পরিকল্পনা ছিল পূর্ব রেলের । সেই কাজ এবার শুরু হয়েছে । 2023 সালের মধ্যেই সম্পূর্ণ হবে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী ।

শিয়ালদা স্টেশনে কয়েকটি প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন দাঁড়াবে, কাজ আরম্ভ হয়ে গিয়েছে

আরও পড়ুন : railway track damaged at guma: গুমায় বসে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা মালবাহী ট্রেনের

তিনি বলেন, "শিয়ালদা স্টেশনের 2, 3, 4, 5 ও 10 নম্বর প্ল্যাটফর্মে এখনও 12 বগির ট্রেন দাঁড়াতে পারে না । সেখানে এখনো 9 বগির ট্রেনই দাঁড়ায় । এই প্ল্যাটফর্মগুলির জায়গা বাড়ানোর জন্য 12 কোটি বরাদ্দ হয়েছে ৷" আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে মাপজোকের কাজ আরম্ভ হয়েছে ৷ 2024, মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করত হবে ৷ তিনি আশ্বাস দিয়েছেন এই সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ হবে ৷

প্ল্যাটফর্মে জায়গা বাড়াতে বাইরের দিকে নয়, ভাঙা হবে ভিতর দিকে ৷ অর্থাৎ ভিতরের দিকে প্ল্যাটফর্ম বৃদ্ধি পাবে ৷ তবে ওই কাজের জন্য যাত্রীদের যাতায়াত করতে কোনও রকম অসুবিধা হবে না ৷ বরং এই কাজ শেষ হলে যাত্রীদের অনেকটাই সুবিধে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.