কলকাতা, 3 মে : প্রায় দু'বছর ধরে বন্ধ শিয়ালদা স্টেশনের ডানদিকের প্রফুল্ল দ্বার গেটটি (Closed Prafulla Dwar at Sealdah Station)। করোনার সময় যাত্রী সমাগম সামাল দিতে এই গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ । অন্যদিকে সাজিয়ে তোলা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন । তাই শিয়ালদা স্টেশনের এই দিকটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ।
শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এই প্রফুল্ল দ্বার । এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেট । শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে প্রফুল্ল দ্বার ধরে এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যাবে রাজাবাজার নীলরতন হাসপাতাল, সুরেন্দ্রনাথ কলেজ, কলেজ স্ট্রিট-সহ বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদা ফ্লাইওভারের উপর ।
আরও পড়ুন : শিয়ালদার দক্ষিণ শাখায় অবরোধের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের
শিয়ালদার এক নিত্যযাত্রী কৃষ্ণকলি বসু বলেন, "আমার অফিস জিপিওর কাছে তাই প্রফুল্ল দ্বার দিয়ে বেরোলে আমার অফিস পৌঁছতে অনেকটা কম সময় লাগে । করোনাকালে গেটটি বন্ধ ছিল ঠিকই তবে এখন তো স্টেশনের গেটগুলি খোলা । তাহলে এই গেটটি বন্ধ কেন ? এই গেটটি বন্ধ থাকায় আমাদের খুব সমস্যায় পড়তে হয় প্রতিদিন । এখন স্টেশনের দক্ষিণ দিক দিয়ে বেরোবার ব্যবস্থা রয়েছে বলে দিনের ব্যস্ততম সময় প্রচণ্ড ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয় । এই গেটটি আবার খুলে গেলে বহু যাত্রী উপকৃত হবে ।"
আর এক নিত্যযাত্রী মৃদুলা সেন বলেন, "প্রফুল্ল দ্বার বন্ধ থাকায় আমাদের মত বয়স্ক যাত্রীদের সত্যিই খুব সমস্যায় পড়তে হচ্ছে । কারণ আগে এক নম্বর গেট থেকে বেরিয়েই রাস্তা ক্রস করে রাজাবাজার হেঁটে আবার কখনও অটোতে চেপে তাড়াতাড়ি পৌঁছে যেতাম । তবে এখন অনেকটা ঘুর পথে ওই একই জায়গায় পৌঁছতে হয় । আগে যেখানে সময় লাগত 5 মিনিট, এখন সময় লেগে যাচ্ছে 15 আবার কখনও 20 মিনিট ।"
আরও পড়ুন : Rail Block in Ranaghat : নোংরা, দুর্গন্ধময় কামরা ; ট্রেন বদলে দেওয়ার দাবিতে রানাঘাট স্টেশনে অবরোধ
যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "প্রফুল্ল দ্বারের যে বাহির পথটি রয়েছে তার দৈর্ঘ্য কম । দাঁড়টি খুবই সরু । করোনাকালে যাত্রী ভিড় এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই ওই দাঁড়টি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ।"
এই বিষয়ে তিনি আরও জানান, ওই দিকের রাস্তায় গজিয়ে উঠেছে বহু দোকানপাট । ফলে এই পথ দিয়ে হাঁটতে সাধারণ মানুষের অসুবিধা হয় । এই রাস্তাকে পরিষ্কার করে পথ বড় করার বিষয়ে রয়েছে কিছু জটিলতা । এই নিয়ে তৎপর কর্তৃপক্ষ । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিকের গেট ও রাস্তা সংস্কার করা হবে । বড় করা হবে হাঁটাচলা করার পথও । ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ । খুব দ্রুত আবারও চালু হয়ে যাবে প্রফুল্ল দ্বার । এমনটাই আশ্বাস দিয়েছে একলব্য চক্রবর্তী ।