কলকাতা, 23 মে: মেট্রো স্টেশনের মধ্যে কুরিয়ার পরিষেবা ৷ ব্যস্ত জীবনে তাই মেট্রোয় যাতায়াতের পথে হাতের কাছে কুরিয়ার কাউন্টার পাবেন যাত্রীরা ৷ সেই পরিষেবাই চালুর উদ্যোগ নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ যাত্রী এবং সাধারণ মানুষের সুবিধের কথা ভেবে মেট্রো স্টেশনে শুরু হতে চলেছে কুরিয়ারের বন্দোবস্ত ৷ সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনে গ্রাহকদের জন্য একটি কুরিয়ার কাউন্টারের সূচনা করা হয়েছে ৷
সোমবার এই প্রথম দেশের কোনও মেট্রো স্টেশনে এমন পরিষেবার উদ্বোধন হল । প্রতিটি মেট্রো স্টেশনে এই পরিষেবা শুরু হলে যাত্রী-সহ সাধারণ মানুষ উপকৃত হবেন, এতে কোনও সন্দেহ নেই ৷ এক নামী বেসরকারি কুরিয়ার সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করা হচ্ছে ৷ এই সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শিয়ালদা মেট্রো স্টেশনে একটি খুচরো কাউন্টারও তৈরি করা হয়েছে ৷
এই কুরিয়ার কাউন্টারের মাধ্যমে পার্সেল পাঠাতে পারবেন গ্রাহকরা ৷ পরিষেবাটিকে সহজ করতে আধুনিক সুবিধের ব্যবস্থা করা হয়েছে ৷ এই কুরিয়ার পরিষেবা পেতে হলে বেসরকারি সংস্থার নিজস্ব অ্যাপ ব্যবহার করে অনলাইনে বুকিং করতে হবে ৷ এরপর স্টেশনে গিয়ে কাউন্টারে পার্সেল জমা দিয়ে দিলেই তা পৌঁছে যাবে গন্তব্যস্থলে ৷
মেট্রো স্টেশনে কুরিয়ার কাউন্টারের মাধ্যমে পার্সেল পাঠানো যাবে ৷ এছাড়াও এই কাউন্টার থেকে গ্রাহকের নামে আসা পার্সেলও নেওয়া যাবে ৷ এই ক্ষেত্রে গ্রাহককে পরিচয়পত্র এবং ওয়ান টাইম পাসওয়ার্ড দেখাতে হবে ৷ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি জানান, এর ফলে সাধারণ মানুষ বিশেষত নিত্যযাত্রীদের অনেকটা সুবিধে হবে ৷ কুরিয়ার দেওয়া-নেওয়ার জন্য তাঁদের রাস্তায় কোথায় কুরিয়ার কাউন্টার আছে, তা খুঁজে বেড়াতে হবে না ৷ তিনি আরও জানান, শিয়ালদা স্টেশনে পরীক্ষামূলকভাবে একটি কাউন্টার শুরু করা হল ৷ এখানে গ্রাহকদের থেকে কেমন সাড়া মেলে, তা দেখে বাকি মেট্রো স্টেশনগুলিতে আরও কাউন্টার খোলার পরিকল্পনা করা হবে ।
আরও পড়ুন: চলবে লাইন মেরামতির কাজ, রবিবার সকালে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ নর্থ-সাউথ শাখায়