ETV Bharat / state

ফের আংশিক বন্ধ হবে শিয়ালদা উড়ালপুল ? আগামী মাসেই রক্ষণাবেক্ষণ - কলকাতার সেতু সংস্কার

গত অগাস্ট মাসে পরীক্ষা-নিরীক্ষার স্বার্থে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয় শিয়ালদা উড়ালপুল । আগামী মাসে ফের কয়েকদিনের জন্য বন্ধ রাখা হতে পারে এই সেতু ।

Sealdah flyover
শিয়ালদা উড়ালপুল
author img

By

Published : Jul 12, 2020, 2:02 AM IST

Updated : Jul 12, 2020, 2:28 AM IST

কলকাতা, 12 জুলাই : আগামী মাসে শিয়ালদা উড়ালপুলের সংস্কারের কাজ হবে। মূলত উড়ালপুলের উপরে পিচের কাজ হবে বলে KMDA সূত্রে খবর । একই সঙ্গে উড়ালপুলে গজিয়ে ওঠা গাছ কাটার কাজও হবে। ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডার ডেকেছে KMDA। আগামী 27 জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। যে সংস্থা এই টেন্ডার পাবে তাদের 15 দিনের সময় দেওয়া হবে।

বিদ্যাপতি সেতু । কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে যানবাহনের চাপ থাকে যথেষ্টই । গত অগাস্ট মাসে সেই সেতুই পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্ধ রাখা হয় চার দিন। সেই সূত্রে, সাজানো হয় নির্দিষ্ট ট্রাফিক প্ল্যান। শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখা হয় । APC রোড, MG রোড, কলেজস্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয় । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা হয় । রাজাবাজার থেকে নারকেলডাঙা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ি। পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এভাবেই তখন সামাল দেওয়া হয় মধ্য কলকাতার যানজট। শিয়ালদা উড়ালপুলের উপর পিচের কাজ হলে একাংশ বন্ধ করে সেই কাজ করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এখন বিষয়টি সম্পর্কে অবগত নয়। তেমন হলে সুনির্দিষ্ট প্ল্যান করা হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Sealdah flyover
ডাকা হয়েছে টেন্ডার

এদিকে কলকাতা শহরের সবকটি সেতুর উপর থেকে ট্রাম লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত দপ্তর সূত্রে পাওয়া গেছে এই খবর । বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ট্রাম চলাচল। টালা ব্রিজের ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতি করেছে ট্রাম লাইন। এখনও পর্যন্ত কলকাতার বেলগাছিয়া ব্রিজ, শিয়ালদা ব্রিজ, অরবিন্দ সেতুতে রয়েছে ট্রাম লাইন। পূর্ত দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ট্রাম লাইন তুলে ফেলার কাজ শুরু হয়েছে। দ্রুত শিয়ালদা এবং অরবিন্দ সেতুর উপর থেকেও ট্রামলাইন তুলে ফেলার কাজ শুরু হবে। তবে, খিদিরপুর ক‍্যানাল ব্রিজের মতো যে কয়েকটি ক্যানাল সেতুর উপর দিয়ে ট্রাম লাইন গেছে সেগুলি আপাতত তোলা হবে না। ঠিক হয়েছে শুধুমাত্র উড়ালপুলের উপর থেকে ট্রাম লাইন তুলে ফেলা হবে।

কলকাতা, 12 জুলাই : আগামী মাসে শিয়ালদা উড়ালপুলের সংস্কারের কাজ হবে। মূলত উড়ালপুলের উপরে পিচের কাজ হবে বলে KMDA সূত্রে খবর । একই সঙ্গে উড়ালপুলে গজিয়ে ওঠা গাছ কাটার কাজও হবে। ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডার ডেকেছে KMDA। আগামী 27 জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। যে সংস্থা এই টেন্ডার পাবে তাদের 15 দিনের সময় দেওয়া হবে।

বিদ্যাপতি সেতু । কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে যানবাহনের চাপ থাকে যথেষ্টই । গত অগাস্ট মাসে সেই সেতুই পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্ধ রাখা হয় চার দিন। সেই সূত্রে, সাজানো হয় নির্দিষ্ট ট্রাফিক প্ল্যান। শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখা হয় । APC রোড, MG রোড, কলেজস্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয় । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা হয় । রাজাবাজার থেকে নারকেলডাঙা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ি। পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এভাবেই তখন সামাল দেওয়া হয় মধ্য কলকাতার যানজট। শিয়ালদা উড়ালপুলের উপর পিচের কাজ হলে একাংশ বন্ধ করে সেই কাজ করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এখন বিষয়টি সম্পর্কে অবগত নয়। তেমন হলে সুনির্দিষ্ট প্ল্যান করা হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Sealdah flyover
ডাকা হয়েছে টেন্ডার

এদিকে কলকাতা শহরের সবকটি সেতুর উপর থেকে ট্রাম লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত দপ্তর সূত্রে পাওয়া গেছে এই খবর । বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ট্রাম চলাচল। টালা ব্রিজের ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতি করেছে ট্রাম লাইন। এখনও পর্যন্ত কলকাতার বেলগাছিয়া ব্রিজ, শিয়ালদা ব্রিজ, অরবিন্দ সেতুতে রয়েছে ট্রাম লাইন। পূর্ত দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ট্রাম লাইন তুলে ফেলার কাজ শুরু হয়েছে। দ্রুত শিয়ালদা এবং অরবিন্দ সেতুর উপর থেকেও ট্রামলাইন তুলে ফেলার কাজ শুরু হবে। তবে, খিদিরপুর ক‍্যানাল ব্রিজের মতো যে কয়েকটি ক্যানাল সেতুর উপর দিয়ে ট্রাম লাইন গেছে সেগুলি আপাতত তোলা হবে না। ঠিক হয়েছে শুধুমাত্র উড়ালপুলের উপর থেকে ট্রাম লাইন তুলে ফেলা হবে।

Last Updated : Jul 12, 2020, 2:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.