ETV Bharat / state

ICSC and ISC Examination: প্রকাশিত হল আগামী বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি

author img

By

Published : Dec 1, 2022, 8:51 PM IST

2023 সালের আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সময়সূচি (Schedule of icsc and isc examination)। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ৷

ICSC and ISC Examination
ETV Bharat

কলকাতা, 1 ডিসেম্বর: প্রকাশিত হল আগামী বছরের সালের আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সময়সূচি (Schedule of icsc and isc examination)। 2023 সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকেই । তার প্রায় 3 মাস আগে পরীক্ষর সূচি প্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।

আগামী বছর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা অর্থাৎ আইসিএসই শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে ৷ শেষ হবে 29 মার্চ । অন্যদিকে দিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অর্থাৎ আইএসসি শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে , আর শেষ হবে 31 মার্চ। অতএব দ্বাদশ শ্রেণীর পরে দশম শ্রেণির পরীক্ষা শুরু হলেও দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে আগে।

আরও পড়ুন: ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

আইসিএসই-র অধিকাংশ পরীক্ষাই শুরু হচ্ছে সকাল 11টা থেকে। একমাত্র আঁকার পরীক্ষাগুলির সময় দেওয়া হয়েছে সকাল 9টায়। একই ভাবে আইএসসি পরীক্ষাতেও আঁকার পরীক্ষাগুলির সময় 9টায় রাখা হয়েছে। তবে দ্বাদশের বোর্ডের বাকি সমস্ত পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে। দশম এবং দ্বাদশের বেশ কিছু পরীক্ষা একদিনে পড়েছে। কোভিড বিধি মেনেই সমস্ত পরীক্ষা ঘোষণা করেছে বোর্ড।

কলকাতা, 1 ডিসেম্বর: প্রকাশিত হল আগামী বছরের সালের আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সময়সূচি (Schedule of icsc and isc examination)। 2023 সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকেই । তার প্রায় 3 মাস আগে পরীক্ষর সূচি প্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।

আগামী বছর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা অর্থাৎ আইসিএসই শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে ৷ শেষ হবে 29 মার্চ । অন্যদিকে দিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অর্থাৎ আইএসসি শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে , আর শেষ হবে 31 মার্চ। অতএব দ্বাদশ শ্রেণীর পরে দশম শ্রেণির পরীক্ষা শুরু হলেও দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে আগে।

আরও পড়ুন: ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

আইসিএসই-র অধিকাংশ পরীক্ষাই শুরু হচ্ছে সকাল 11টা থেকে। একমাত্র আঁকার পরীক্ষাগুলির সময় দেওয়া হয়েছে সকাল 9টায়। একই ভাবে আইএসসি পরীক্ষাতেও আঁকার পরীক্ষাগুলির সময় 9টায় রাখা হয়েছে। তবে দ্বাদশের বোর্ডের বাকি সমস্ত পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে। দশম এবং দ্বাদশের বেশ কিছু পরীক্ষা একদিনে পড়েছে। কোভিড বিধি মেনেই সমস্ত পরীক্ষা ঘোষণা করেছে বোর্ড।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.