নয়াদিল্লি ও কলকাতা, 26 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ তবে এর পাশাপাশি তাঁকে সিবিআই অথবা ইডি জেরা করতে চাইলে তাতে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে ৷ শুক্রবার সকালে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি পি এস নরসিমহার অবসরকালীন বেঞ্চ এই নির্দেশ দেয় ৷
সম্প্রতি কুন্তল ঘোষের চিঠির সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে 25 লক্ষ টাকা জরিমানা করেন ৷ একই সঙ্গে তাঁর সিবিআই জেরার নির্দেশ বহাল রাখেন ৷ এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে কোনও লাভ হয়নি ৷ 20 মে, শনিবার তাঁকে সিবিআই জেরার মুখোমুখি হতে হয় ৷ এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে 9 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷
সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেতে আবেদন জানান সর্বোচ্চ আদালতে ৷ সেই মামলার শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত ৷ এদিন বেঞ্চ জানায়, 10 জুলাই মামলার নতুন তালিকাকরণ শুরু হবে ৷ পরবর্তী তালিকার তারিখ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দেওয়া হল ৷
এই ঘটনার সূত্রপাত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি ধরে ৷ এপ্রিল মাসেই তিনি হেস্টিংস থানা এবং আলিপুর আদালতে অভিযোগ দায়ের করেন, ইডি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম বলতে বাধ্য করছে ৷ এদিকে তার কিছুদিন আগে মার্চের শেষে শহিদ মিনারে একটি জনসভায় অভিষেকও বক্তৃতা দিতে গিয়ে অভিযোগ করেন, তাঁকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়ানোর চেষ্টা চলছে ৷ ইডি ও সিবিআই হেফাজতে থাকা ব্যক্তিদের জোর করা হচ্ছে তাঁর নাম বলতে ৷ এরপরই অভিষেককে জেরার প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক