ETV Bharat / state

The Kerala Story: আশঙ্কা থেকেই নিষেধাজ্ঞা দ্য কেরালা স্টোরিতে, সুপ্রিম রায়ে দায় কমল রাজ্যের: তৃণমূল - সুপ্রিম কোর্ট

আশঙ্কা থেকেই দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার ৷ এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর দায় কমল রাজ্যের ৷ এমনই দাবি তৃণমূল কংগ্রেসের ৷

The Kerala Story
দ্য কেরালা স্টোরি
author img

By

Published : May 18, 2023, 6:53 PM IST

কলকাতা, 18 মে: সতর্কতামূলক ব্যবস্থা থেকে দ্য কেরালা স্টোরি নিয়ে পদক্ষেপ করেছিল রাজ্য সরকার । সুপ্রিম কোর্ট সেই পদক্ষেপের উপর স্থগিতাদেশ জারি করেছে । এতে হার-জিতের কিছু দেখছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বরং তারা মনে করছে, সুপ্রিম রায়ের ফলে দায় কমল শাসকের ।

বৃহস্পতিবার মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । সুপ্রিম রায়কে ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করেছেন । এ দিন কুণাল ঘোষ বলেন, দ্য কেরালা স্টোরিতে সমাজের একাংশকে খুব বাজে ভাবে দেখানো হয়েছে । এতে রাজ্য সরকার আশঙ্কা করেছিল এতে আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে । মানুষে মানুষে বিভেদ তৈরি হতে পারে । রাজ্য সরকার আশঙ্কা করছিল, সেই জায়গা থেকে এই পদক্ষেপ করেছিল ।

সেই জায়গায় সুপ্রিম কোর্ট যদি বলে স্থগিতাদেশ, এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও দায়িত্ব রইল না । এর সঙ্গে জেতা হারার কোনও বিষয় নেই বলেই মনে করেন তিনি । ইতিমধ্যে অন্য একটি রাজ্যে এই নিয়ে অশান্তি হয়েছে এবং সে ক্ষেত্রে সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কুণাল । তাঁর কথায়, রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, কোর্ট বলেছে করা যাবে না । এরপর তাদের ব্যাপার । এরপর কোথাও কিছু হলে রাজ্য সরকারের দায়-দায়িত্ব কিছু রইল না ।

এ দিকে এ দিন দ্য কেরালা স্টোরি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । তিনি অভিযোগ করেছেন, "কেরালা স্টোরি কথায় কথায় বিনা পয়সায় দেখানো হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে...বিভাজনের রাজনীতির জন্য । বিপ্লবীদের সিনেমা সেখানে শুল্ক ছাড় পাচ্ছে না । কেরালা স্টোরির উদ্দেশ্য স্পষ্ট । বিভাজন তৈরি করা ।"

একইসঙ্গে, রাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা শোনা গিয়েছে অধীর চৌধুরীর গলায় । তিনি বলেন, সিনেমা নিষেধ করে সিনেমা দেখা আটকানো যাবে না এই ডিজিটাল, ইন্টারনেটের যুগে ৷ মানুষ মনে করলে অবশ্যই তা দেখতে পারবে । এটা করে তো পালটা প্রচার করছে মানুষের কাছে । অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা । তিনি বলেন, "আমি দেখেছি । আপনিও দেখতে পারেন । হাজারটা কেরল স্টোরি দেখালেও কিছু হবে না বাংলায় । এটা একটা প্রোপাগান্ডার ফিল্ম ।"

আরও পড়ুন: 'রাজ্যের সিদ্ধান্ত দুঃখজনক ছিল', সুপ্রিম রায়ে স্বস্তিতে দ্য কেরালা স্টোরির পরিচালক ও তাঁর পরিবার

কলকাতা, 18 মে: সতর্কতামূলক ব্যবস্থা থেকে দ্য কেরালা স্টোরি নিয়ে পদক্ষেপ করেছিল রাজ্য সরকার । সুপ্রিম কোর্ট সেই পদক্ষেপের উপর স্থগিতাদেশ জারি করেছে । এতে হার-জিতের কিছু দেখছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বরং তারা মনে করছে, সুপ্রিম রায়ের ফলে দায় কমল শাসকের ।

বৃহস্পতিবার মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । সুপ্রিম রায়কে ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করেছেন । এ দিন কুণাল ঘোষ বলেন, দ্য কেরালা স্টোরিতে সমাজের একাংশকে খুব বাজে ভাবে দেখানো হয়েছে । এতে রাজ্য সরকার আশঙ্কা করেছিল এতে আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে । মানুষে মানুষে বিভেদ তৈরি হতে পারে । রাজ্য সরকার আশঙ্কা করছিল, সেই জায়গা থেকে এই পদক্ষেপ করেছিল ।

সেই জায়গায় সুপ্রিম কোর্ট যদি বলে স্থগিতাদেশ, এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও দায়িত্ব রইল না । এর সঙ্গে জেতা হারার কোনও বিষয় নেই বলেই মনে করেন তিনি । ইতিমধ্যে অন্য একটি রাজ্যে এই নিয়ে অশান্তি হয়েছে এবং সে ক্ষেত্রে সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কুণাল । তাঁর কথায়, রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, কোর্ট বলেছে করা যাবে না । এরপর তাদের ব্যাপার । এরপর কোথাও কিছু হলে রাজ্য সরকারের দায়-দায়িত্ব কিছু রইল না ।

এ দিকে এ দিন দ্য কেরালা স্টোরি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । তিনি অভিযোগ করেছেন, "কেরালা স্টোরি কথায় কথায় বিনা পয়সায় দেখানো হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে...বিভাজনের রাজনীতির জন্য । বিপ্লবীদের সিনেমা সেখানে শুল্ক ছাড় পাচ্ছে না । কেরালা স্টোরির উদ্দেশ্য স্পষ্ট । বিভাজন তৈরি করা ।"

একইসঙ্গে, রাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা শোনা গিয়েছে অধীর চৌধুরীর গলায় । তিনি বলেন, সিনেমা নিষেধ করে সিনেমা দেখা আটকানো যাবে না এই ডিজিটাল, ইন্টারনেটের যুগে ৷ মানুষ মনে করলে অবশ্যই তা দেখতে পারবে । এটা করে তো পালটা প্রচার করছে মানুষের কাছে । অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা । তিনি বলেন, "আমি দেখেছি । আপনিও দেখতে পারেন । হাজারটা কেরল স্টোরি দেখালেও কিছু হবে না বাংলায় । এটা একটা প্রোপাগান্ডার ফিল্ম ।"

আরও পড়ুন: 'রাজ্যের সিদ্ধান্ত দুঃখজনক ছিল', সুপ্রিম রায়ে স্বস্তিতে দ্য কেরালা স্টোরির পরিচালক ও তাঁর পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.