কলকাতা, 3 ডিসেম্বর : শুভেন্দু অধিকারী কি তাহলে তৃণমূলের ক্লোজ়ড চ্যাপ্টার ? অনন্ত গত কয়েকদিনের ঘটনাচক্র সেই দিকই নির্দেশ করছে বলে মত রাজনৈতিক মহলের ৷ মঙ্গলবার রাতে উত্তর কলকাতার বৈঠকে যে বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বুধবার বেলা বাড়তে বাড়তে তা আবার হিমঘরে চলে যায় ৷ ওই বৈঠক নিয়ে সৌগত রায় সংবাদ মাধ্যমে মুখ খোলায় ক্রুদ্ধ হয়েছিলেন শুভেন্দু ৷ এরপরই তৃণমূলের বর্ষীয়ান সাংসদকে এসএমএস করে নিজের উষ্মা প্রকাশ করেছিলেন শুভেন্দু ৷ কেন এভাবে তাঁর অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের কাছে খবর প্রকাশিত হল, তা নিয়ে বিশদ ব্যাখ্যাও চান সৌগতর কাছে । পাশাপাশি শুভেন্দু জানিয়ে দেন, তাঁর পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব নয় ৷
শুভেন্দুর এই পরিবর্তন ভালোচোখে দেখছে না তৃণমূল শিবির ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সেই এসএমএসের উত্তর দিয়েছেন সৌগত রায় । জবাবি হোয়াটসঅ্যাপে তিনি লিখেছেন, যদি একসঙ্গে কাজ করা মুশকিল হয়, তাহলে কেন বৈঠকে সকলকে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু । রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দু-পর্বে এবার দাঁড়ি টানতে চাইছে তৃণমূলও ৷
সৌগত রায়ও আগেই স্পষ্ট করেছেন, আগামীদিনে শুভেন্দুর সঙ্গে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ । অর্থাৎ মঙ্গলবার রাতে শুভেন্দু-অভিষেক মোলাকাত সম্ভবত এই পর্বের শেষ অধ্যায় । যদিও আজ সকাল থেকে ফের দড়ি টানাটানি তীব্র হয়েছে । সৌগত বা শুভেন্দু দু'জনেই অনমনীয় মনোভাবের পরিচয় দিয়েছেন । তাতে যেন নতুন করে ফাটল তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে ।
কয়েকদিন ধরেই অধিকারী বাড়ির মেজো ছেলেকে নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে ৷ একের পর এক দলীয় অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছেন তিনি ৷ এমনকী নন্দীগ্রাম দিবসে শুভেন্দু-তৃণমূল পৃথক সভা নিয়েও কম চর্চা হয়নি। ছেড়েছেন মন্ত্রিত্ব ৷ তারপর থেকেই দুই পক্ষের ফাটলটা আরও পরিষ্কার হয়৷ বিশেষজ্ঞ মহলের ধারণা, পরিস্থিতি বেগতিক বুঝে, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করার একটা চেষ্টা করা হয় ৷ অনেকের মতে কাজও দেয় এই পরিকল্পনা ৷ মান ভাঙে শুভেন্দুর ৷ এরপরই বৈঠকের সারাংশ সংবাদ মাধ্যমে প্রকাশ করেন সৌগত রায় ৷ তাতেই তাল কাটে ৷ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ বার্তা দেন শুভেন্দুবাবু ৷
পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব মর্মাহত বলেও জানা গেছে ৷ শুভেন্দুকে দলে ধরে রাখার শেষ চেষ্টা করা হয়েছিল ৷ তবে এবার বিষয়টির ইতি চাইছে তারা ৷ সৌগত রায়ের বক্তব্য থেকে স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরপরে আর আলোচনার দরজা খোলা রাখা হচ্ছে না ।