ETV Bharat / state

খুলল বাগবাজার সারদা মায়ের মন্দির, সাষ্টাঙ্গে প্রণামে নিষেধাজ্ঞা - Sarada maa house of bagbazar is being opened on the auspicious day of Mahalaya

মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে । রামকৃষ্ণ মঠ বাগবাজারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

Bagbazar
Bagbazar
author img

By

Published : Sep 17, 2020, 8:56 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : মহালয়ার পুণ্য তিথিতে বাগবাজারে সারদা মায়ের বাড়ি খুলে দেওয়া হল ভক্তদের জন্য । লকডাউনের জন্য বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি দীর্ঘদিন বন্ধ ছিল । দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর ভক্তদের মায়ের মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হল ।

তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে । রামকৃষ্ণ মঠ বাগবাজারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে । হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক । সেই সঙ্গে ছয় ফুটের শারীরিক দূরত্ব বজায় রেখে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে । সর্দি, জ্বর, কাশি বা অন্য কোনও শারীরিক উপসর্গ থাকলে মায়ের বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না । বৃদ্ধ-বৃদ্ধা ও 10 বছরের নিচে শিশুদের প্রবেশের অনুমতি নেই । সেই সঙ্গেই ভক্তদের অনুরোধ করা হয়েছে দাঁড়িয়ে প্রণাম করার জন্য । সাষ্টাঙ্গে প্রণাম বা ধ্যান করার অনুমতি নেই । এছাড়াও কোনওরকম ফুল-মিষ্টি পুজোর সামগ্রী আনা যাবে না । নির্দিষ্ট প্রণামী বাক্সে প্রণামী দিতে হবে । এছাড়া কোনও অনুদান দিতে হলে তা দিতে হবে চেকের মাধ্যমে । মন্দিরের ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে নির্দেশিকায় ।

সেই সঙ্গে এই নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী নিয়মের পরিবর্তন করা হবে । মন্দিরের ভিতরে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে ভক্তদের দূরত্ব বজায় রাখার জন্য । সেইসঙ্গে ভিড় ও জমায়েত করতে নিষেধ করা হয়েছে ।

সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে শ্রী শ্রী সারদা মায়ের মন্দির । বিকেলে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : মহালয়ার পুণ্য তিথিতে বাগবাজারে সারদা মায়ের বাড়ি খুলে দেওয়া হল ভক্তদের জন্য । লকডাউনের জন্য বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি দীর্ঘদিন বন্ধ ছিল । দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর ভক্তদের মায়ের মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হল ।

তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে । রামকৃষ্ণ মঠ বাগবাজারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে । হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক । সেই সঙ্গে ছয় ফুটের শারীরিক দূরত্ব বজায় রেখে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে । সর্দি, জ্বর, কাশি বা অন্য কোনও শারীরিক উপসর্গ থাকলে মায়ের বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না । বৃদ্ধ-বৃদ্ধা ও 10 বছরের নিচে শিশুদের প্রবেশের অনুমতি নেই । সেই সঙ্গেই ভক্তদের অনুরোধ করা হয়েছে দাঁড়িয়ে প্রণাম করার জন্য । সাষ্টাঙ্গে প্রণাম বা ধ্যান করার অনুমতি নেই । এছাড়াও কোনওরকম ফুল-মিষ্টি পুজোর সামগ্রী আনা যাবে না । নির্দিষ্ট প্রণামী বাক্সে প্রণামী দিতে হবে । এছাড়া কোনও অনুদান দিতে হলে তা দিতে হবে চেকের মাধ্যমে । মন্দিরের ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে নির্দেশিকায় ।

সেই সঙ্গে এই নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী নিয়মের পরিবর্তন করা হবে । মন্দিরের ভিতরে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে ভক্তদের দূরত্ব বজায় রাখার জন্য । সেইসঙ্গে ভিড় ও জমায়েত করতে নিষেধ করা হয়েছে ।

সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে শ্রী শ্রী সারদা মায়ের মন্দির । বিকেলে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.