কলকাতা, 19 সেপ্টেম্বর: রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে বড় দায়িত্ব দিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় । তৃণমূল সংসদীয় দলের সঙ্গে আলোচনা ছাড়াই সোমবার একতরফাভাবে শান্তনু সেনের নাম রাজ্যসভার ভাইস চেয়ারম্যান পদের প্যানেলে ঘোষণা করেন জগদীপ ধনকড় ।
এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্যানেলে ছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ এবার রাজ্যসভার তরফে এই প্যানেলের জন্য অপেক্ষাকৃত নবীন মুখ শান্তনু সেনকে বেছে নেওয়া হয় । কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেহেতু এই সিদ্ধান্তের পিছনে তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের সঙ্গে আলোচনা করা হয়নি তাই এই রাজ্যসভার সাংসদের দায়িত্ব গ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা । কারণ এই সাংসদ নিজে সিদ্ধান্ত দলের উপরেই ছেড়েছেন ।
এই বিষয়ে সংবাদমাধ্যমে শান্তনু সেন বলেন, "রাজ্যসভায় গতকাল অধিবেশনের শুরুতেই চেয়ারম্যান জগদীপ ধনকড় আমার নাম ঘোষণা করেন । সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়াও একাধিক দলের সাংসদের নাম এই প্যানেলে রাখা হয়েছে । সেই সঙ্গে জায়গা দেওয়া হয়েছে আমাকেও । এই ঘোষণার পরই দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের কাছে এই নিয়ে দলীয় সিদ্ধান্ত জানতে চাই । সেক্ষেত্রে আমি তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি বিষয়টি নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে চলব ।"
পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছলে তাঁকেও বিষয়টি জানান শান্তনু সেন ৷ এমনটাই জানা গিয়েছে । সূত্রের খবর অভিষেক বলেছেন, গোটা বিষয়টি তিনি তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন । এরপর শান্তনু সেন বলেন, "দল যদি অনুমতি দেয় তবেই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন নতুবা অধ্যক্ষের দেওয়া এই দায়িত্ব তিনি প্রত্যাখ্যান করবেন ।" এখন দলনেত্রী কী নির্দেশ দেন? অপেক্ষায় শান্তনু ৷
আরও পড়ুন : মিটল আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সমস্যা ? মুখ খুললেন শান্তনু সেন