কলকাতা, 14 ডিসেম্বর: বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে সরকারি কর্মচারীরা ৷ তাই তাঁরা এবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নবান্নের কাছে গিয়েই আন্দোলন করতে চান ৷ এই আন্দোলনের অনুমতি চেয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ । নবান্ন বাস স্ট্যান্ডে 19 থেকে 22 ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ।
আন্দোলনকারীদের বক্তব্য, বকেয়া ডিএ-সহ নানা দাবি আদায়ে হাওড়া পুলিশকে আবেদন করা হয়েছে বেশ কিছুদিন আগে । কিন্তু পুলিশ হ্যাঁ বা না কোনও উত্তর দিচ্ছে না ৷ বরং বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে । বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন । আর হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়া সমস্যার । যদিও শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি । সম্ভবত সোমবার এই মামলার শুনানি হবে ।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে নির্দেশ দিয়েছে রাজ্যকে ৷ তবে আদালতের সেই অনুমতি সত্ত্বেও নির্দেশ পালন করেনি রাজ্য সরকার ৷ বরং হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে রাজ্য এখনও লড়াই করে যাচ্ছে ৷ তাদের দাবি, মহার্ঘভাতা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় । এই নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মতলা চত্ত্বরে, বিকাশ ভবনের সামনে ধরনা কর্মসূচি ছাড়াও একাধিকবার বিক্ষোভ মিছিল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্যের পক্ষে মহার্ঘভাতা দেওয়া সম্ভব নয় । এরপরেও আন্দোলন থেকে পিছপা হননি সরকারি কর্মচারীরা ৷ বরং তাঁরা আন্দোলনকে আরও তীব্র করতে চান ৷ তাই এবার নবান্ন কাছে গিয়ে বিক্ষোভ করবেন ৷
আরও পড়ুন: