কলকাতা, 3 জুলাই: মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশ করা বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya criticises WB Govt) ৷ রবিবার ধরনার দ্বাদশ দিনে বিকাশ ভবনের অদূরে অবস্থিত ধরনা মঞ্চে এসে শমীক ভট্টাচার্য বলেন, "2011 সালে ক্ষমতায় আসার আগে শিক্ষায় অনিলায়ন ছিল এখন শিক্ষায় মমতায়ন শুরু হয়েছে ৷ কার্যত শেষে এসে দুর্বৃত্তায়ন হয়েছে । এসএলএসটি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, কলেজ শিক্ষক কোনও নিয়োগই দুর্নীতিমুক্ত নয় ৷ প্রত্যেকটা নিয়োগ আদালতে চ্যালেঞ্জ হচ্ছে, আদালত সরকারের বিপক্ষে অবস্থান স্পষ্ট করছে ৷ মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রেও এই অনিয়ম হয়েছে । আমার নিজের রাজনৈতিক পরিচয় আছে সংখ্যালঘু বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হয়েছে গায়ে কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের মাদ্রাসা যে অবস্থায় আছে, যাদের বিরুদ্ধে সব সময় অগ্নিবাণ নিক্ষেপ করছেন, অথচ সেই গুজরাতে মাদ্রাসা নিয়ে এই সমস্যা নেই ।"
এদিন তিনি আরও বলেন, "দীর্ঘদিন এই মাদ্রাসা শিক্ষক নিয়োগে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও এবং এলিজিবিলিটি পরীক্ষায় পাস করার পরও জোর করে স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছে চাকরিপ্রার্থীদের ৷ এই মুহূর্তে মেধা তালিকার উপর নির্ভর করে চাকরি পাওয়া সম্ভব নয়, প্রত্যেকটি বিষয় হাইকোর্টে গিয়েছে ৷ আদালতের নজরদারিতে মেধা যাতে প্রতারিত না হয় সেই ব্যবস্থা করা হোক এবং মাদ্রাসা শিক্ষায় যত শিক্ষক আছেন তাঁদের দ্রুত রিক্রুটমেন্টের ব্যবস্থা করুক সরকার ৷"
আরও পড়ুন : বারুদের স্তূপে উপর রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনায় শুট আউটের ঘটনায় প্রতিক্রিয়া শমীকের