ETV Bharat / state

Durga Puja 2023: সল্টলেক এফসি ব্লক সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপ যেন এক টুকরো মণিপুর - মণিপুরের শিল্প

Saltlake Durga Puja Mandap: 41তম বর্ষে পা দিয়েছে সল্টলেকে এফসি ব্লক সর্বজনীনের পুজো ৷ এবার তাদের থিম মণিপুর ৷ থিমের নাম মণিপুরের মা।

Etv Bharat
এফসি ব্লক সর্বজনীনের পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 8:06 PM IST

সল্টলেক এফসি ব্লক সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপ যেন এক টুকরো মণিপুর

কলকাতা, 21 অক্টোবর: থিমের লড়াইয়ে সাধারণ অথচ ভাবনায় অসাধারণ সল্টলেকে এফসি ব্লক সর্বজনীনের পুজো ৷ 41তম বর্ষে পা দিয়েছে এবারের পুজো ৷ এবার তাদের থিম মণিপুর ৷ থিমের নাম মণিপুরের মা। প্রতি বছর মহিলাদের নিয়ে কিছু পরিকল্পনা নেওয়া হয় এই পুজোর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে ৷ কিন্তু জুন-জুলাইয়ে মণিপুরের ঘটনা সামনে আসায় উদ্যোক্তারা মনস্থির করেন মণিপুরের শিল্প-সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে কলকাতায়।

সম্পাদক নীলাঞ্জন মুর্মু বলেন, "আমরা এই পুজো ঘিরে দু'টো উপজাতির ভুল বোঝাবুঝি বা যেটা নিয়ে অশান্ত পরিবেশ সেখানে দাঁড়িয়ে তাঁদের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি। এই পুজো মণ্ডপ আমরা সাজানোর চেষ্টা করেছি পুরনো দিনের যোদ্ধার ঘরের মতন। মাতৃ প্রতিমা আমরা সাজিয়েছি মেইতেইদের সাজে। এ দুটো জিনিসের মেলবন্ধন আমরা ঘটাতে চেয়েছি। সেইটা থাকুক শান্তির পরিভাষা, শান্তির বার্তা আমরা মণিপুরের বাসিন্দাদেরকে দিতে চাই। এছাড়া এফসি ব্লক পুজোর কমিটিদের নানা রকমের অনুষ্ঠান করে থাকে ৷ তার মধ্যে রয়েছে মণিপুরী নাচ ও মণিপুরের মার্শাল আর্টস, ফায়ার ডান্স। সব মিলিয়ে শান্তির বার্তা দিতে চাইছি মণিপুরের বাসিন্দাদের ৷"

পুজো কমিটির আর এক সদস্য দেবরাজ দাস বলেন, "শান্তির বার্তা ও শান্তি পরিভাষা মণিপুরবাসীদের দিতে চাই আমরা ৷ সাংসকৃ্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মণিপুরী সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ এমনকী, মণিপুরী সরকারের একটি স্টলও পুজো মণ্ডপে দেওয়া হয়েছে ৷ মণিপুরের কিছু জিনিস এখানে বিক্রিও হচ্ছে ৷"

মণিপুরে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তাঁদের পাশে দাড়াতে এবং প্রতিবাদ জানাতেই এমন চিন্তাভাবনা বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। মাতৃ প্রতিমাও এখানে মণিপুরের স্টাইলে। মণ্ডপ থেকে পরিবেশ সম্পূর্ণটাই মণিপুরকে কেন্দ্র করে। মণিপুরের উপজাতিদের যেমন বাড়ি হয়, তেমনই মণ্ডপটি তৈরি করা হয়েছে। তারই সঙ্গে মা দুর্গার সাজেও রয়েছে মণিপুরে ছোঁয়া। সবমিলিয়ে এক টুকরো মণিপুর চলে এসেছে কলকাতায়।

আরও পড়ুন: খড়গপুরের প্রেমবাজারের পুজো মণ্ডপে ঘুমর নাচ

সল্টলেক এফসি ব্লক সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপ যেন এক টুকরো মণিপুর

কলকাতা, 21 অক্টোবর: থিমের লড়াইয়ে সাধারণ অথচ ভাবনায় অসাধারণ সল্টলেকে এফসি ব্লক সর্বজনীনের পুজো ৷ 41তম বর্ষে পা দিয়েছে এবারের পুজো ৷ এবার তাদের থিম মণিপুর ৷ থিমের নাম মণিপুরের মা। প্রতি বছর মহিলাদের নিয়ে কিছু পরিকল্পনা নেওয়া হয় এই পুজোর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে ৷ কিন্তু জুন-জুলাইয়ে মণিপুরের ঘটনা সামনে আসায় উদ্যোক্তারা মনস্থির করেন মণিপুরের শিল্প-সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে কলকাতায়।

সম্পাদক নীলাঞ্জন মুর্মু বলেন, "আমরা এই পুজো ঘিরে দু'টো উপজাতির ভুল বোঝাবুঝি বা যেটা নিয়ে অশান্ত পরিবেশ সেখানে দাঁড়িয়ে তাঁদের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি। এই পুজো মণ্ডপ আমরা সাজানোর চেষ্টা করেছি পুরনো দিনের যোদ্ধার ঘরের মতন। মাতৃ প্রতিমা আমরা সাজিয়েছি মেইতেইদের সাজে। এ দুটো জিনিসের মেলবন্ধন আমরা ঘটাতে চেয়েছি। সেইটা থাকুক শান্তির পরিভাষা, শান্তির বার্তা আমরা মণিপুরের বাসিন্দাদেরকে দিতে চাই। এছাড়া এফসি ব্লক পুজোর কমিটিদের নানা রকমের অনুষ্ঠান করে থাকে ৷ তার মধ্যে রয়েছে মণিপুরী নাচ ও মণিপুরের মার্শাল আর্টস, ফায়ার ডান্স। সব মিলিয়ে শান্তির বার্তা দিতে চাইছি মণিপুরের বাসিন্দাদের ৷"

পুজো কমিটির আর এক সদস্য দেবরাজ দাস বলেন, "শান্তির বার্তা ও শান্তি পরিভাষা মণিপুরবাসীদের দিতে চাই আমরা ৷ সাংসকৃ্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মণিপুরী সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ এমনকী, মণিপুরী সরকারের একটি স্টলও পুজো মণ্ডপে দেওয়া হয়েছে ৷ মণিপুরের কিছু জিনিস এখানে বিক্রিও হচ্ছে ৷"

মণিপুরে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তাঁদের পাশে দাড়াতে এবং প্রতিবাদ জানাতেই এমন চিন্তাভাবনা বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। মাতৃ প্রতিমাও এখানে মণিপুরের স্টাইলে। মণ্ডপ থেকে পরিবেশ সম্পূর্ণটাই মণিপুরকে কেন্দ্র করে। মণিপুরের উপজাতিদের যেমন বাড়ি হয়, তেমনই মণ্ডপটি তৈরি করা হয়েছে। তারই সঙ্গে মা দুর্গার সাজেও রয়েছে মণিপুরে ছোঁয়া। সবমিলিয়ে এক টুকরো মণিপুর চলে এসেছে কলকাতায়।

আরও পড়ুন: খড়গপুরের প্রেমবাজারের পুজো মণ্ডপে ঘুমর নাচ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.