ETV Bharat / state

Salman Khan Night: 13 মে ইস্টবেঙ্গল মাঠে সলমন ! জায়গা পরিদর্শন আয়োজকদের - সলমন খান নাইট

আগামী 13 মে ইস্টবেঙ্গল মাঠে সলমন খানের অনুষ্ঠান হওয়ার কথা ৷ সেই অনুষ্ঠানের আগে সোমবার মাঠ পরিদর্শন করলেন আয়োজকরা ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 3, 2023, 11:02 PM IST

কলকাতা, 3 এপ্রিল: 13 মে ইস্টবেঙ্গল মাঠে আসছেন সলমন খান । সোমবার বিকেলে আয়োজকরা আসেন লাল-হলুদের মাঠ পরিদর্শন করতে । এই অনুষ্ঠান আয়োজনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালনের যোগসূত্র রয়েছে । তবে পুরোটাই বেসরকারি সংস্থার আয়োজন । সহযোগিতায় শুধু ইস্টবেঙ্গল ক্লাব ।

সম্প্রতি অরিজিৎ সিং কলকাতায় যে অনুষ্ঠানটি করেছেন তার আয়োজকও ছিল এই বেসরকারি সংস্থাটি । এই অনুষ্ঠানের মাঠের জন্য ক্লাবের অনুমতিও মিলেছে । চুক্তি স্বাক্ষর এবং প্রাথমিক কাজও সারা হয়ে গিয়েছে । বাকি শুধু পুলিশের অনুমতি ৷ তা মিললেই 13 মে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হতে চলেছে সলমন খান নাইট । যা হবে ক্লাবের পক্ষ থেকে সদস্য-সমর্থকদের শতবর্ষের অনুষ্ঠানের উপহার ।

সোমবার ওই বেসরকারি আয়োজক সংস্থার সঙ্গে সলমন খানের পাঁচজনের টিমও ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে দেখে । প্রথমবার কলকাতার মাটিতে সলমন খান পারফর্ম করবেন । তাঁর দাবাং ট্যুরের অংশ এই অনুষ্ঠানটি । সলমন খান ছাড়াও ওই অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভু দেবা-সহ 9 জন বলিউড তারকার অংশ নেওয়ার কথা ৷ গত বছর শহরে আসার কথা থাকলেও বলিউডের ভাইজান কোনও এক অসুবিধার কারণে সেবার কলকাতায় আসতে পারেননি ।

তবে এবার এই অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করলে বিষয়টি গতি পায় । ইস্টবেঙ্গল এবং বলিউড যোগ বহু পুরনো । শচীনদেব বর্মন, রাহুলদেব বর্মন, আশা ভোঁসলে-সহ একাধিক বলিউড তারকার নাম অতীতে লাল-হলুদ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউড ভাইজান সলমন খান । ইস্টবেঙ্গলে এবার আসতে চলেছেন সলমন খান, এই খবরে কার্যত শিলমোহর পড়ে গেল বলা যায় এদিনের পর । সবকিছু ঠিক থাকলে চলতি বছরের 13 মে কলকাতা দেখবে সলমন খানকে ৷

আরও পড়ুন: 500 ড্রোনে ইডেনে বিনোদন অনুষ্ঠান, হাহাকার টিকিটের

এবার ইস্টবেঙ্গলের তাঁবুতেও আসতে পারেন সলমন খান ৷ কলকাতা ময়দানে অবশ্য বলিউড ভাইজানের পদার্পণ নতুন নয় । আগে মহমেডান স্পোর্টিং-এ এসেছিলেন তিনি । তবে সেবার লাল-হলুদ তাঁবুতে আসতে পারেননি । ক্লাব সূত্রের খবর, সলমনকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে, তবে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই বিষয়ে । এককথায় বিষয়টি প্রস্তুতির স্তরে রয়েছে ৷

কলকাতা, 3 এপ্রিল: 13 মে ইস্টবেঙ্গল মাঠে আসছেন সলমন খান । সোমবার বিকেলে আয়োজকরা আসেন লাল-হলুদের মাঠ পরিদর্শন করতে । এই অনুষ্ঠান আয়োজনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালনের যোগসূত্র রয়েছে । তবে পুরোটাই বেসরকারি সংস্থার আয়োজন । সহযোগিতায় শুধু ইস্টবেঙ্গল ক্লাব ।

সম্প্রতি অরিজিৎ সিং কলকাতায় যে অনুষ্ঠানটি করেছেন তার আয়োজকও ছিল এই বেসরকারি সংস্থাটি । এই অনুষ্ঠানের মাঠের জন্য ক্লাবের অনুমতিও মিলেছে । চুক্তি স্বাক্ষর এবং প্রাথমিক কাজও সারা হয়ে গিয়েছে । বাকি শুধু পুলিশের অনুমতি ৷ তা মিললেই 13 মে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হতে চলেছে সলমন খান নাইট । যা হবে ক্লাবের পক্ষ থেকে সদস্য-সমর্থকদের শতবর্ষের অনুষ্ঠানের উপহার ।

সোমবার ওই বেসরকারি আয়োজক সংস্থার সঙ্গে সলমন খানের পাঁচজনের টিমও ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে দেখে । প্রথমবার কলকাতার মাটিতে সলমন খান পারফর্ম করবেন । তাঁর দাবাং ট্যুরের অংশ এই অনুষ্ঠানটি । সলমন খান ছাড়াও ওই অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভু দেবা-সহ 9 জন বলিউড তারকার অংশ নেওয়ার কথা ৷ গত বছর শহরে আসার কথা থাকলেও বলিউডের ভাইজান কোনও এক অসুবিধার কারণে সেবার কলকাতায় আসতে পারেননি ।

তবে এবার এই অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করলে বিষয়টি গতি পায় । ইস্টবেঙ্গল এবং বলিউড যোগ বহু পুরনো । শচীনদেব বর্মন, রাহুলদেব বর্মন, আশা ভোঁসলে-সহ একাধিক বলিউড তারকার নাম অতীতে লাল-হলুদ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউড ভাইজান সলমন খান । ইস্টবেঙ্গলে এবার আসতে চলেছেন সলমন খান, এই খবরে কার্যত শিলমোহর পড়ে গেল বলা যায় এদিনের পর । সবকিছু ঠিক থাকলে চলতি বছরের 13 মে কলকাতা দেখবে সলমন খানকে ৷

আরও পড়ুন: 500 ড্রোনে ইডেনে বিনোদন অনুষ্ঠান, হাহাকার টিকিটের

এবার ইস্টবেঙ্গলের তাঁবুতেও আসতে পারেন সলমন খান ৷ কলকাতা ময়দানে অবশ্য বলিউড ভাইজানের পদার্পণ নতুন নয় । আগে মহমেডান স্পোর্টিং-এ এসেছিলেন তিনি । তবে সেবার লাল-হলুদ তাঁবুতে আসতে পারেননি । ক্লাব সূত্রের খবর, সলমনকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে, তবে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই বিষয়ে । এককথায় বিষয়টি প্রস্তুতির স্তরে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.