কলকাতা, 17 জুলাই: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে এখনও অব্যাহত রয়েছে রাজনৈতিক হিংসা । এরই প্রতিবাদে আগামী 19 জুলাই পথে নামছে বঙ্গ বিজেপি নেতৃত্ব । এছাড়াও জেলায় জেলায় হাজারেরও বেশি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
পঞ্চায়েতের ফলাফলের ময়নাতদন্ত: 2021 সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এ বার বঙ্গে অনেকটাই ভালো ফল করেছে গেরুয়া শিবির । সে বারের তুলনায় এ বার প্রায় 10 থেকে 11 শতাংশ ভোট বেড়েছে বিজেপির । অন্যদিকে, বহু জায়গায় হারের মুখও দেখতে হয়েছে । এইসব নিয়ে সম্প্রতি বিজেপির সল্টলেক দফতরে সাংগঠনিক বৈঠকে কাটাছেঁড়া হয় ।
শাহ-নাড্ডার সফরের আগে হোমওয়ার্ক: অন্যদিকে, আবারও আগামী মাসেই রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ আর তারপরেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তাই স্বাভাবিকভাবেই বৈঠকে উঠবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ । তাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে খতিয়ান তুলে ধরার আগেই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সেরে রাখতে চাইছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
আরও পড়ুন: সবকটি জেলাপরিষদ আসনেই জয়ী তৃণমূল, আলিপুরদুয়ার হাতছাড়া বিজেপির
একগুচ্ছ কর্মসূচি গ্রহণ: এ ছাড়া আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি শিবির ৷ নরেন্দ্র মোদির সরকারের গত 9 বছরের কাজের মার্কশিট প্রচারের যে কর্মসূচি শুরু হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর সেটি মাঝপথেই থমকে যায় ৷ সেই প্রচারকে পুনরায় চালু করা নিয়ে আবারও তোড়জোড় করছে বঙ্গ বিজেপি । এছাড়াও আগামী এক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় হাজারের উপর সভা করার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির ।
19 জুলাই শহরে মিছিল: অন্যদিকে, বুধবার অর্থাৎ আগামী 19 জুলাই পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার প্রতিবাদে শহরে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে । যদিও এখনও এই মিছিল সম্বন্ধে বিস্তারিত জানানো হয়নি দলের তরফ থেকে । তবে এই মিছিলে নেতৃত্ব দিতে পারেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা ৷
বাড়ল বিজেপির সাংগঠনিক জেলা: সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক জেলা 42 থেকে বেড়ে 43 হয়েছে ৷ দলীয় বৈঠকে সাংগঠনিক জেলার তালিকায় সংযোজিত হয়েছে যাদবপুরের নাম ৷ যদিও দলের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি ৷ এ দিকে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের রায় দেখে নেওয়ার পরে জয়ী বিজেপি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতৃত্ব অভিনন্দন জানাবে বলেও সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী 25 তারিখের পর থেকে এই কর্মসূচি শুরু হবে বলে মনে করা হচ্ছে ৷