কলকাতা, 30 অক্টোবর : বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে Y ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । আজ সকাল থেকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।
রাজ্য BJP সূত্রে খবর, তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়েছিল । সেই চিঠিতে সব্যসাচী দত্তকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষভাবে আবেদন করেছিলেন তাঁরা । কারণ তাঁদের আশঙ্কা ছিল রাজ্য BJP নেতা সব্যসাচী দত্তের উপর হামলা হতে পারে যে কোনও সময়ে ৷ তাই রাজ্য BJP-র পক্ষ থেকে নিরাপত্তার আবেদন জানিয়ে দিল্লিতে চিঠি পাঠানো হয় ৷
এই বিষয়ে BJP নেতা সব্যসাচী দত্ত বলেন, "আমি আগেও রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পেতাম ৷ কিন্তু পুজো আসছে এই কারণ দেখিয়ে নিরাপত্তা তুলে নেওয়া হয় । এরপর আমি DG-কে একটি চিঠি পাঠাই । একজন বিধায়ক হিসেবে আমার নিরাপত্তার প্রয়োজন । কিন্তু আজ পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর পাইনি । গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাই । আজ CISF-র আধিকারিকরা আমার বাড়ি আসেন । "