ETV Bharat / state

Saayoni Ghosh: চলছে ইডির তদন্ত, ভূতনাথ মন্দিরে পুজো দিলেন সায়নী

কলকাতায় বাবা ভূতনাথ মন্দিরে পুজো দিলেন সায়নী । সূত্রের খবর, তাঁকে আবারও তলব করতে পারে ইডি । আপাতত সে সব ভুলে মন্দিরে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ ।

Saayoni Ghosh
ভূতনাথ মন্দিরে সায়নী
author img

By

Published : Jul 16, 2023, 7:20 AM IST

Updated : Jul 16, 2023, 8:09 AM IST

কলকাতা,16 জুলাই: তাঁকে ইডি ডেকেছে দু'বার ৷ ইডি'র তলবে তিনি সাড়া দিয়েছেন একবার ৷ যদিও জানিয়েছেন, ইডি যতবার তলব করবে ততবার তিনি যাবেন । পাশাপাশি দ্বিতীয়বার তলবের সময় তিনি জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন মিটলেই হাজিরা দিতে পারেন। এবার এ হেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে দেখা গেল মন্দিরে পুজো দিতে। উত্তর কলকাতায় নিমতলায় বাবা ভূতনাথের মন্দিরে রীতিমতো ভক্তিভরে পুজো দিলেন সায়নী । নিজেই টুইট করে জানালেন, আশীর্বাদ পেতেই ভূতনাথ মন্দিরের দরজায় গিয়েছেন । ঘটা করে পুজোও দিলেন সায়নী ।

আপাতত, সায়নী ইডির তদন্ত নিয়ে ভাবিত নন বলেই জানিয়েছেন । মন্দির পুজো দিতে যাওয়ার ঠিক একদিন আগে সায়নী বলেন, " কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এনে কোনও লাভ নেই । মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে।" পঞ্চায়েত ভোট মিটতেই 21 জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস। ময়দানে নেমে সেই প্রস্তুতি দেখছেন খোদ সায়নী ঘোষ । ধর্মতলায় তাঁকে দেখা গিয়েছে সভা-মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে । 21 জুলাই মঞ্চেই পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মীদের শহিদ-সম্মান দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপরাধ্যায় । সবমিলিয়ে সায়নী ব্য়স্ত 21 জুলাই নিয়েই ।

আরও পড়ুন:Panchayat Polls Results 2023: স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স ! ভাইরাল ভিডিয়ো ঘিরে অভিযোগ তৃণমূলের প্রার্থীর দিকে

ইডির ডাক আবার আসতেই পারে ৷ সূত্রের খবর, তৃতীবার ইডির ডাক পেতে পারেন সায়নী ৷ প্রথম ডাকে সাড়া দিয়ে ইডি দফতরে গিয়েছিলেন তিনি ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে জানিয়েছিলেন, তদন্তে সম্পূর্ণ সাহায্য করেছেন ৷ দ্বিতীয়বার ইডির ডাকলেও সায়নী পঞ্চায়েত ভোটের প্রচারের কারণ দেখিয়ে তলব এড়িয়ে যান । পাশপাশি, জানাতে ভোলেননি, ইডি যতবার ডাকবেন তিনি ততবারই যাবেন । এবার সেই সায়নী ঘোষকেই দেখা গেল ভূতনাথ মন্দির পুজো দিতে । রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি থেকে 21 জুলাইয়ের প্রস্তুতি ৷ সবের মধ্যেই ইডি-কাঁটা । সায়নীকে যদিও বেশ খোশ মেজাজেই দেখা গেল মন্দিরে পুজো দিতে ।

কলকাতা,16 জুলাই: তাঁকে ইডি ডেকেছে দু'বার ৷ ইডি'র তলবে তিনি সাড়া দিয়েছেন একবার ৷ যদিও জানিয়েছেন, ইডি যতবার তলব করবে ততবার তিনি যাবেন । পাশাপাশি দ্বিতীয়বার তলবের সময় তিনি জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন মিটলেই হাজিরা দিতে পারেন। এবার এ হেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে দেখা গেল মন্দিরে পুজো দিতে। উত্তর কলকাতায় নিমতলায় বাবা ভূতনাথের মন্দিরে রীতিমতো ভক্তিভরে পুজো দিলেন সায়নী । নিজেই টুইট করে জানালেন, আশীর্বাদ পেতেই ভূতনাথ মন্দিরের দরজায় গিয়েছেন । ঘটা করে পুজোও দিলেন সায়নী ।

আপাতত, সায়নী ইডির তদন্ত নিয়ে ভাবিত নন বলেই জানিয়েছেন । মন্দির পুজো দিতে যাওয়ার ঠিক একদিন আগে সায়নী বলেন, " কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এনে কোনও লাভ নেই । মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে।" পঞ্চায়েত ভোট মিটতেই 21 জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস। ময়দানে নেমে সেই প্রস্তুতি দেখছেন খোদ সায়নী ঘোষ । ধর্মতলায় তাঁকে দেখা গিয়েছে সভা-মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে । 21 জুলাই মঞ্চেই পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মীদের শহিদ-সম্মান দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপরাধ্যায় । সবমিলিয়ে সায়নী ব্য়স্ত 21 জুলাই নিয়েই ।

আরও পড়ুন:Panchayat Polls Results 2023: স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স ! ভাইরাল ভিডিয়ো ঘিরে অভিযোগ তৃণমূলের প্রার্থীর দিকে

ইডির ডাক আবার আসতেই পারে ৷ সূত্রের খবর, তৃতীবার ইডির ডাক পেতে পারেন সায়নী ৷ প্রথম ডাকে সাড়া দিয়ে ইডি দফতরে গিয়েছিলেন তিনি ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে জানিয়েছিলেন, তদন্তে সম্পূর্ণ সাহায্য করেছেন ৷ দ্বিতীয়বার ইডির ডাকলেও সায়নী পঞ্চায়েত ভোটের প্রচারের কারণ দেখিয়ে তলব এড়িয়ে যান । পাশপাশি, জানাতে ভোলেননি, ইডি যতবার ডাকবেন তিনি ততবারই যাবেন । এবার সেই সায়নী ঘোষকেই দেখা গেল ভূতনাথ মন্দির পুজো দিতে । রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি থেকে 21 জুলাইয়ের প্রস্তুতি ৷ সবের মধ্যেই ইডি-কাঁটা । সায়নীকে যদিও বেশ খোশ মেজাজেই দেখা গেল মন্দিরে পুজো দিতে ।

Last Updated : Jul 16, 2023, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.