কলকাতা, 5 জুন: ব্যাঙ্ক ঋণের নথি নিয়ে আজ আবার ইডি দফতরে হাজির হতে হবে সায়নী ঘোষকে। গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় 11 ঘণ্টা জেরার মুখোমুখি হন তৃণমূলের এই যুবনেত্রী। সেদিন তাঁর থেকে কয়েকটি নথি চাওয়া হয়। সেই নথি নিয়েই আজ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে অভিনয়ের দুনিয়া থেকে রাজনীতিতে আসা সায়নীকে।
ইডি সূত্রে খবর, সেদিন এক মহিলা আধিকারিক-সহ মোট 4 জন সায়নীকে জেরা করেন । এই কাণ্ডে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা তা জানতে চান তদন্তকারীরা। প্রসঙ্গত, ধৃত কুন্তলকে জেরা করেই সায়নীর ব্যাপারে জানা গিয়েছে বলে ইডির দাবি।
তাছাড়া দক্ষিণ কলকাতায় অভিজাত এলাকায় সায়নীর একটি ফ্ল্যাট আছে। কমবেশি 80 লক্ষ টাকার ওই ফ্ল্যাট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কিনেছেন বলে দাবি করেন সায়নী। তাছাড়া ফ্ল্যাটটি বুক করতে তাঁকে 20 লক্ষ টাকা দিতে হয়েছে। এখানেই ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত নথি দেখতে চান ইডির আধিকারিকরা। সেদিন সায়নীর কাছে সেই নথি ছিল না। আজ সেই নথি নিয়েই ইডি দফতরে যেতে হবে সায়নীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, আগের দিনের জেরায় কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাননি সায়নী। পাশাপাশি বেশ কয়েকটি প্রসঙ্গ সুকৌশলে এড়িয়েও গিয়েছেন তিনি। সেগুলি আরও একবার তার থেকে জানতে চাওয়া হবে বলে খবর।
আরও পড়ুন: 'রিল্যাক্স বস ! আমি আছি, আপনারা আমায় চেনেন', শান্ত সায়নীর অনুরোধ
জানা গিয়েছে, কুন্তল ঘোষের হোয়াটসঅ্যাপে হওয়া বিভিন্ন কথোপকথনের অংশ তুলে ধরে তদন্তকারীরা সায়ানিকে প্রশ্ন করেন। তবে ইডির দাবি, সেই প্রশ্নের যথাযথ উত্তর ভাবে দিতে ব্যর্থ হয়েছেন তৃণমূল নেত্রী। ফলে বলাই চলে সায়নীকে জিজ্ঞাসাবাদ করে একেবারেই সন্তুষ্ট হননি তদন্তকারীরা । এমতাবস্থায় আজ ফের সায়নী ঘোষকে তাঁর ফ্ল্যাটের নথিপত্র-সহ বিভিন্ন কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসতে বলা হয়েছে। যদিও শেষমেশ তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা তা বুধবার সকাল পর্যন্ত স্পষ্ট নয়।