ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় 8 কোটি টাকা অনুদান BJP-র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের - coronavirus safety

নিজের সাংসদ তহবিল থেকে আজ রূপা গঙ্গোপাধ্যায় 8 কোটি টাকা অনুদান দিলেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী তহবিলে নিজের এক মাসের বেতন দান করেছেন ৷ যা প্রায় 1 লাখ টাকার মতো ৷

Rupa ganguly
রূপা গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Mar 29, 2020, 11:23 PM IST

কলকাতা , 29 মার্চ : কোরোনা মোকাবিলায় BJP-র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নিজের সাংসদ তহবিল থেকে 8 কোটি টাকা অনুদান দিলেন । এই প্রথম কোনও রাজ্যসভার সাংসদ প্রথম ধাপে একসঙ্গে এতগুলি টাকা দান করলেন ৷


এই 8 কোটির মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 5 কোটি , পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে 1 কোটি , বেলেঘাটা ID হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য 50 লাখ , শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে 50 লাখ , দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে 50 লাখ টাকা দিয়েছেন । এছাড়া MCD দক্ষিণ দিল্লিকে 50 লাখ, MCD উত্তর ও পূর্ব দিল্লিকে 10 লাখ টাকা দিয়েছেন । পাশাপাশি , এই রাজ্যসভার সাংসদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করেছেন । যা প্রায় 1 লাখ টাকা ।

রবিবার, রূপা গঙ্গোপাধ্যায় বলেন , "আমার সাংসদ তহবিল থেকে এই টাকা দিয়েছি । দেশজুড়ে একটা সংকট চলছে । এই সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য । তবে এটা আমার টাকা নয় । এটা সাধারণ মানুষের টাকা । তাই এই সংকটে সাধারণ মানুষের জন্য এই কাজ করতে পেরে আমি অভিভূত ৷"

কলকাতা , 29 মার্চ : কোরোনা মোকাবিলায় BJP-র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নিজের সাংসদ তহবিল থেকে 8 কোটি টাকা অনুদান দিলেন । এই প্রথম কোনও রাজ্যসভার সাংসদ প্রথম ধাপে একসঙ্গে এতগুলি টাকা দান করলেন ৷


এই 8 কোটির মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 5 কোটি , পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে 1 কোটি , বেলেঘাটা ID হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য 50 লাখ , শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে 50 লাখ , দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে 50 লাখ টাকা দিয়েছেন । এছাড়া MCD দক্ষিণ দিল্লিকে 50 লাখ, MCD উত্তর ও পূর্ব দিল্লিকে 10 লাখ টাকা দিয়েছেন । পাশাপাশি , এই রাজ্যসভার সাংসদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করেছেন । যা প্রায় 1 লাখ টাকা ।

রবিবার, রূপা গঙ্গোপাধ্যায় বলেন , "আমার সাংসদ তহবিল থেকে এই টাকা দিয়েছি । দেশজুড়ে একটা সংকট চলছে । এই সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য । তবে এটা আমার টাকা নয় । এটা সাধারণ মানুষের টাকা । তাই এই সংকটে সাধারণ মানুষের জন্য এই কাজ করতে পেরে আমি অভিভূত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.