কলকাতা, 6 জুলাই: সপ্তাহ খানেক আগে হেলিকপ্টার বিভ্রাটের জেরে গুরুতর আহত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে নিজেকে গৃহবন্দী রেখেছেন চিকিৎসকদের পরামর্শে। থাকতে পারছেন না পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রচারেও। আর তাই দুঃখ প্রকাশও করেছেন তৃণমূল সুপ্রিমো।
তবে তাঁর অনুপস্থিতিতে নন্দীগ্রামে আজ উপস্থিত হচ্ছেন 'অন্য মমতা'। মমতার রাজনৈতিক জীবনে নন্দীগ্রামের তাৎপর্য সব দিক থেকেই বিরাট। 2021 সালের এখান থেকেই বিধানসভা ভোটে লড়েন। তার আগে এখানেই কৃষকদের পাশে দাঁড়িয়ে জমি রক্ষার আন্দোলন করেছেন। মমতার ক্ষমতায় আসার নেপথ্যে নন্দীগ্রামের অবদান অস্বীকার করা কার্যত অসম্ভব বলেই মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
নন্দীগ্রাম বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। এখান থেকেই মমতাকে হারিয়েছেন তিনি। আর তাই তাঁর নির্বাচনী ক্ষেত্রেও ফল করতে মরিয়া রাজ্যের শাসক দল।এই অবস্থায় প্রচারের শেষবেলায় তাদের অস্ত্র বাংলার 'বাঘিনী'। চিনতে পারছেন না! আসুন পরিচয় করিয়ে দিই। ইনি চলচ্চিত্র ও যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করা রুমা চক্রবর্তী।
সালটা 2019। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও তার রাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল বাংলায়। সেই চলচ্চিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রুমা চক্রবর্তীকে। পরবর্তী কালে এই নিয়ে যাত্রা পাড়াতেও যাত্রা তৈরি হয়েছিল।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রুমা চক্রবর্তীর অভিনয় গ্রাম বাংলার মানুষের কাছে বরাবর প্রশংসা পেয়েছে। এটাকেই এবার ভোট বাক্সে ব্যবহার করতে চাইছে রাজ্যের শাসকদল।
আরও পড়ুন: দিল্লিতে বাংলার হয়ে দাবি আদায়ের আন্দোলনে থাকতে পারেন মমতাও, ইঙ্গিত অভিষেকের
সুস্থ থাকলে হয়তো মমতা নিজেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শাসক দলের হয়ে ভোট চাইতেন। কিন্তু তিনি অসুস্থ। আজ এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তিও হবেন বলে জানা গিয়েছে। তবে তাঁর ভূমিকায় অভিনয় করা রুমা চক্রবর্তীকে আজ নন্দীগ্রামের মাটিতে দেখা যাবে তৃণমূলের হয়ে ভোট চাইতে। নন্দীগ্রামের মানুষ এই 'মমতা'র আবেদনে কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার। শুধু তাই নয়, শেষমেশ পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের ভোটাররা কাকে বেছে নেন সেটাও তাৎপর্যপূর্ণ হতে চলেছে।