কলকাতা, 24 অগস্ট: চন্দ্রযান 3-এর সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার স্পিকারের পক্ষ থেকে বিধানসভায় চন্দ্রযানের সাফল্যকে সামনে রেখে ধন্যবাদ প্রস্তাব পেশ করা হয় । সেখানে এই সাফল্যের জন্য দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানানো হয় । এদিন এই ধন্যবাদ প্রস্তাবে বিজেপির তরফে বক্তব্য রাখেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং শাসকদলের তরফ থেকে বক্তব্য রাখেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "চন্দ্রযান 3-এর চাঁদে অবতরণের প্রেক্ষিতে এক প্রস্তাব উত্থাপন আনা হবে । তা নিয়ে আলোচনা করা হবে আজকের সভায় ।" এদিন প্রশ্নোত্তর পর্বের সূচনায় অধ্যক্ষ ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান অধ্যক্ষ। এরপর এ বিষয়ে বক্তব্য রাখার জন্য তিনি শাসক এবং বিরোধী উভয়কেই অনুরোধ করেন । বিরোধী পক্ষের তরফে প্রথম বক্তা মনোজ টিগ্গা বলেন, "দেশবাসী হিসেবে আমরা গর্বিত । সাফল্যের সঙ্গেই পৌঁছেছে চন্দ্রযান-3 । দ্বিতীয় বক্তা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গর্বের দিন প্রতিটি নাগরিকের । এই টিমের মধ্যে 21-22 জন বাঙালি রয়েছেন ।" সকলের নামের তালিকা সভায় পাঠ করেন তিনি ৷ এরপর অধ্যক্ষ জানান, প্রস্তাবটি গৃহীত হয়েছে । রাজ্য সরকারের মাধ্যমে বিধানসভায় এই প্রস্তাব আলোচনার পর ইসরোর কাছে তা পাঠানো হবে বলে সভায় আশ্বস্ত করে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
এদিন এই আলোচনা পর্বের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এটা অতি গর্বের বিষয় হলেও আনন্দের মধ্যে পরিতাপের বিষয় হল শেষ কয়েক মিনিট ধরে উল্লেখ থাকবে আমরা চন্দ্রযান অবতরণ দেখতে পেলাম না ।" রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এর মাধ্যমে আদতে মোদিকে খোঁচা দিতে চেয়েছেন তিনি । এদিকে এর পালটা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন,"চন্দ্রযান 3-এর সাফল্যে দেশের মানুষ গর্বিত । কিন্তু ওরা রাজনীতির বাইরে বেরোতে পারছে না ।"
আরও পড়ুন : চন্দ্রযান 3 অবতরণে ইসরোর ইলেকট্রিক টিমে বীরভূমের বিজয়, উচ্ছ্বসিত গ্রাম