ETV Bharat / state

বিরোধীদের সঙ্গে ঠান্ডা মাথার খুনির মতো আচরণ করা হচ্ছে : রাজ্যপাল - রাজ্য সরকারের টুইটবার্তা রাজ্য়পালের

পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । শাসকদল বিরোধীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ তাঁর ।

রাজ্যপাল
রাজ্যপাল
author img

By

Published : Jul 25, 2020, 10:05 PM IST

কলকাতা, 25 জুলাই : ফের রাজ্য প্রশাসনকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রশ্ন তুললেন পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও । টুইটে তাঁর স্পষ্ট বার্তা, পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থায় পরিণত হয়েছে । নানা ক্ষেত্রে আইনের ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে । বিরোধীদের সঙ্গেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর ।

জগদীপ ধনকড় রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকে একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে । সংবিধানের নানা ধারার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি । শুধু টুইটে সরব হননি রাজ্যপাল, তাঁর ও মুখ্যমন্ত্রীর মধ্যে পত্র বিনিময়ও হয়েছে । আজ টুইটে ফের রাজ্য প্রশাসন, পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থা । IPS অফিসাররা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবেন, এটাই কাম্য । কিন্তু কেউ কেউ মর্জিমাফিক আইনের ব্যবহার করছেন ।" তাঁর সংযোজন, "উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলাম । রাজ্যপাল ডাকলে রাজভবনে এসে রিপোর্ট করে যাওয়া মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য । তিনি তা পালন করুন ।"

বিরোধীদের হেনস্থা করছে শাসক দল । টুইটবার্তায় আজ এমনই অভিযোগ তুলেছেন রাজ্যপাল । তুলেছেন হলিউড সিনেমার প্রসঙ্গও । রাজ্যপাল বলেন, "বিরোধীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে । বিরোধী নেতা বা সাংসদদের বিরুদ্ধে '007'এর ঠান্ডা মাথার খুনির মতো আচরণ করতে দেখা যাচ্ছে ।"বিষয়টিকে যে ভালোভাবে দেখছেন না তিনি, তাও স্পষ্ট টুইটবার্তায় । রাজ্যপাল বলেন, "রাজ্যপাল হিসেবে এই জঘন্য কাজ বন্ধ করার জন্য যা যা করার করছি । সংশ্লিষ্টরা টের পাবেন ।"

দিন দুয়েক আগেই টুইটারে ভিডিয়ো বার্তার মাধ্যমে ফের সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য জানতে চেয়েছিলেন তিনি । আমফান দুর্নীতি থেকে শুরু করে হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু একাধিক ইশুতে রাজ্যকে আক্রমণ করেন । তৃণমূলের 21 জুলাই ভার্চুয়াল সমাবেশের আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল ৷ টুইট করে সেকথাও জানিয়েছিলেন তিনি৷

কলকাতা, 25 জুলাই : ফের রাজ্য প্রশাসনকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রশ্ন তুললেন পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও । টুইটে তাঁর স্পষ্ট বার্তা, পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থায় পরিণত হয়েছে । নানা ক্ষেত্রে আইনের ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে । বিরোধীদের সঙ্গেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর ।

জগদীপ ধনকড় রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকে একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে । সংবিধানের নানা ধারার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি । শুধু টুইটে সরব হননি রাজ্যপাল, তাঁর ও মুখ্যমন্ত্রীর মধ্যে পত্র বিনিময়ও হয়েছে । আজ টুইটে ফের রাজ্য প্রশাসন, পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "পুলিশ শাসকদল দ্বারা পরিচালিত সংস্থা । IPS অফিসাররা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবেন, এটাই কাম্য । কিন্তু কেউ কেউ মর্জিমাফিক আইনের ব্যবহার করছেন ।" তাঁর সংযোজন, "উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলাম । রাজ্যপাল ডাকলে রাজভবনে এসে রিপোর্ট করে যাওয়া মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য । তিনি তা পালন করুন ।"

বিরোধীদের হেনস্থা করছে শাসক দল । টুইটবার্তায় আজ এমনই অভিযোগ তুলেছেন রাজ্যপাল । তুলেছেন হলিউড সিনেমার প্রসঙ্গও । রাজ্যপাল বলেন, "বিরোধীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে । বিরোধী নেতা বা সাংসদদের বিরুদ্ধে '007'এর ঠান্ডা মাথার খুনির মতো আচরণ করতে দেখা যাচ্ছে ।"বিষয়টিকে যে ভালোভাবে দেখছেন না তিনি, তাও স্পষ্ট টুইটবার্তায় । রাজ্যপাল বলেন, "রাজ্যপাল হিসেবে এই জঘন্য কাজ বন্ধ করার জন্য যা যা করার করছি । সংশ্লিষ্টরা টের পাবেন ।"

দিন দুয়েক আগেই টুইটারে ভিডিয়ো বার্তার মাধ্যমে ফের সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য জানতে চেয়েছিলেন তিনি । আমফান দুর্নীতি থেকে শুরু করে হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু একাধিক ইশুতে রাজ্যকে আক্রমণ করেন । তৃণমূলের 21 জুলাই ভার্চুয়াল সমাবেশের আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল ৷ টুইট করে সেকথাও জানিয়েছিলেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.