কলকাতা, 30 নভেম্বর: আজ অর্থাৎ বুধবার শেষ হচ্ছে ডিএলএড পরীক্ষা (D.EL. ED Exam) । শেষ পরীক্ষার দিন ফের বদল হল নিয়মে । নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বুধবার সকালে 11টা 15 মিনিটের বদলে প্রশ্নপত্র সকাল 11টা 30 মিনিটের আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে দেওয়া যাবে না ।
এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ মঙ্গলবার সন্ধ্যায় ফের নির্দেশিকা দিয়ে জানায়, জেলা প্রশাসনকে সরাসরি নজরদারি করতে হবে এদিনের ডিএলএড পরীক্ষা নিয়ে । এই প্রথম নজিরবিহীনভাবে ডিএলএড পরীক্ষায় রাজ্য প্রশাসনকে সরাসরি যুক্ত করা হচ্ছে । পাশাপাশি নির্দেশিকায় এও জানানো হয়েছে, প্রশ্নপত্র নিয়ে যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে । আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
প্রসঙ্গত, সোমবার ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় । যদিও সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছিলেন, এটাকে কোনওভাবেই প্রশ্ন ফাঁস বলা যায় না । মঙ্গলবারই ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগে কীভাবে সোশাল সাইটে ভাইরাল হল তা নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই সিআইডি গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন: ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর