ETV Bharat / state

Rudranil Ghosh slams Kabir Suman : কবীর সুমনকে 'বুদ্ধিজীবাণু' বলে কটাক্ষ রুদ্রনীল ঘোষের - Rudranil Ghosh on rape remarks

কবীর সুমনকে দালাল, বুদ্ধিজীবাণু বলে তোপ দাগলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh attacks Kabir Suman) ৷ তাঁর অভিযোগ, শাসকদলের দালালি করতে গিয়ে কবীর সুমন তাঁর জীবন বেঁচে দিয়েছেন ৷ কবীর সুমনের 'নপুংসক' মন্তব্যের পরিপেক্ষিতে রুদ্রনীল ঘোষ এই মন্তব্য করেন ৷

Rudranil Ghosh attacks Kabir Suman
Rudranil Ghosh slams Kabir Suman
author img

By

Published : Apr 14, 2022, 1:38 PM IST

Updated : Jun 28, 2022, 1:20 PM IST

কলকাতা, 14 এপ্রিল : ধর্ষণের প্রতিবাদকারীরা 'নপুংসক' মন্তব্যে কবীর সুমনকে একহাত নিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh attacks Kabir Suman) ৷ রুদ্রনীল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, "হ্যাঁ, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমাচ্ছন্ন ।"

পোস্টে রুদ্রনীল ঘোষ কবীর সুমনের 'নপুংসক' মন্তব্যের একটি স্ক্রিনশট তুলে লেখেন, "বুদ্ধিজীবাণু তুমি কবীর সুমন দালালি করতে গিয়ে বেচলে জীবন ।" (post on social media)৷ সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব থেকে তৃণমূল ঘনিষ্ঠ কবির সুমন ৷ 2009 সালে তিনি তৃণমূল সাংসদও হন । পরবর্তী কয়েক বছর তৃণমূল সঙ্গ ছাড়লেও পরে ফের তৃণমূল শিবিরে নাম লেখান গানওয়ালা । যদিও প্রকাশ্যে তৃণমূলের মিছিলে-মিটিংয়ে আর দেখা যায় না তাঁকে ।

অপরদিকে রুদ্রনীল ঘোষ প্রথমে শাসক শিবিরে থাকলেও গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন । পদ্মফুল প্রতীকে ভোটেও দাঁড়ান তিনি । তাই কবীর সুমন-রুদ্রনীলের এই লড়াই আদতে তৃণমূল- বিজেপির বুদ্ধিজীবীদের মধ্যে । এই পোস্টের মাধ্যমে শুধু কবীর সুমনকে নয়, বাংলার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী মহলকেও কাঠগড়ায় তুললেন রুদ্রনীল ঘোষ ৷ তিনি লেখেন, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমায় চলে যাচ্ছে ৷

Rudranil Ghosh attacks Kabir Suman
কবীর সুমনকে "বুদ্ধিজীবাণু"বলে কটাক্ষ রুদ্রনীল ঘোষের

প্রসঙ্গত, রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর ধর্ষণের ঘটনা নিয়ে ফোনে কবীর সুমনের প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনার নিন্দা তো দূরে থাক, উল্টে ধর্ষণের প্রতিবাদে যে বা যাঁরা সরব হচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের 'নপুংসক' আখ্যা দেন সুমন (Controversial post of Kabir Suman) ৷ এমনকী তাদের রাজনৈতিক রংয়ে রাঙিয়ে দিতেও কুন্ঠা করেননি তিনি ৷

সুমন লেখেন, "শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ । রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।"

আরও পড়ুন : Kabir Suman in Controversy : ধর্ষণের প্রতিবাদকারীরা 'নপুংসক', সোশ্যাল মিডিয়ায় আবারও বেলাগাম 'গানওয়ালা'

কলকাতা, 14 এপ্রিল : ধর্ষণের প্রতিবাদকারীরা 'নপুংসক' মন্তব্যে কবীর সুমনকে একহাত নিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh attacks Kabir Suman) ৷ রুদ্রনীল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, "হ্যাঁ, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমাচ্ছন্ন ।"

পোস্টে রুদ্রনীল ঘোষ কবীর সুমনের 'নপুংসক' মন্তব্যের একটি স্ক্রিনশট তুলে লেখেন, "বুদ্ধিজীবাণু তুমি কবীর সুমন দালালি করতে গিয়ে বেচলে জীবন ।" (post on social media)৷ সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব থেকে তৃণমূল ঘনিষ্ঠ কবির সুমন ৷ 2009 সালে তিনি তৃণমূল সাংসদও হন । পরবর্তী কয়েক বছর তৃণমূল সঙ্গ ছাড়লেও পরে ফের তৃণমূল শিবিরে নাম লেখান গানওয়ালা । যদিও প্রকাশ্যে তৃণমূলের মিছিলে-মিটিংয়ে আর দেখা যায় না তাঁকে ।

অপরদিকে রুদ্রনীল ঘোষ প্রথমে শাসক শিবিরে থাকলেও গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন । পদ্মফুল প্রতীকে ভোটেও দাঁড়ান তিনি । তাই কবীর সুমন-রুদ্রনীলের এই লড়াই আদতে তৃণমূল- বিজেপির বুদ্ধিজীবীদের মধ্যে । এই পোস্টের মাধ্যমে শুধু কবীর সুমনকে নয়, বাংলার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী মহলকেও কাঠগড়ায় তুললেন রুদ্রনীল ঘোষ ৷ তিনি লেখেন, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমায় চলে যাচ্ছে ৷

Rudranil Ghosh attacks Kabir Suman
কবীর সুমনকে "বুদ্ধিজীবাণু"বলে কটাক্ষ রুদ্রনীল ঘোষের

প্রসঙ্গত, রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর ধর্ষণের ঘটনা নিয়ে ফোনে কবীর সুমনের প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনার নিন্দা তো দূরে থাক, উল্টে ধর্ষণের প্রতিবাদে যে বা যাঁরা সরব হচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের 'নপুংসক' আখ্যা দেন সুমন (Controversial post of Kabir Suman) ৷ এমনকী তাদের রাজনৈতিক রংয়ে রাঙিয়ে দিতেও কুন্ঠা করেননি তিনি ৷

সুমন লেখেন, "শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ । রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।"

আরও পড়ুন : Kabir Suman in Controversy : ধর্ষণের প্রতিবাদকারীরা 'নপুংসক', সোশ্যাল মিডিয়ায় আবারও বেলাগাম 'গানওয়ালা'

Last Updated : Jun 28, 2022, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.