ETV Bharat / state

ভিন রাজ্য থেকে রেলে এলে, থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট - করোনা নেগেটিভ রিপোর্ট

ট্রেন যাত্রার 72 ঘন্টা আগে রিপোর্টটি করতে হবে, না হলে রিপোর্টটি গ্রাহ্য করা হবে না । এছাড়াও রয়েছে কিছু কোভিড স্বাথ্যবিধি ৷ যা পালন করে চলতে হবে যাত্রীদের ৷ ট্রেন যাত্রার পর, সেই ব্যক্তিকে নিজের স্বাথ্যের দিকে খেয়াল রাখতে হবে ৷

করোনা নেগেটিভ রিপোর্ট
করোনা নেগেটিভ রিপোর্ট
author img

By

Published : May 7, 2021, 9:24 AM IST

কলকাতা, 7 মে : অন্য রাজ্য থেকে এ রাজ্যে ট্রেনে আসা যাত্রীদের এবার থেকে দেখাতে হবে আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট । এমনটাই ঘোষণা করা হল রেলের তরফ থেকে ৷

দেশে হু হু করে বাড়ছে কোরোনার দ্বিতীয় ঢেউ । রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । তবে চালু রয়েছে দূরপাল্লা ও স্পেশাল ট্রেনগুলি । দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল । অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদের দেখতে হবে আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট । ট্রেন যাত্রার 72 ঘন্টা আগে রিপোর্টটি করতে হবে, না হলে রিপোর্টটি গ্রাহ্য করা হবে না । এছাড়াও রয়েছে কিছু কোভিড স্বাথ্যবিধি ৷ যা পালন করে চলতে হবে যাত্রীদের ৷ ট্রেন যাত্রার পর, সেই ব্যক্তিকে নিজের স্বাথ্যের দিকে খেয়াল রাখতে হবে ৷ সফরের পর সাতদিনের মধ্যে যদি কোনওরকম জ্বর, কাশি, হাঁচি কিংবা করোনার অন্য কোনও উপসর্গ দেখা যায়, তবে দ্রুত কোভিড হেল্পলাইনে ফোন করার উপদেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর

যাত্রার সময় যদি কোনও যাত্রীর কোনওরকম উপসর্গ দেখা যায় তাহলে তাঁকে কোভিড সেন্টারে পাঠানো হবে । পাশাপাশি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 7 মে : অন্য রাজ্য থেকে এ রাজ্যে ট্রেনে আসা যাত্রীদের এবার থেকে দেখাতে হবে আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট । এমনটাই ঘোষণা করা হল রেলের তরফ থেকে ৷

দেশে হু হু করে বাড়ছে কোরোনার দ্বিতীয় ঢেউ । রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । তবে চালু রয়েছে দূরপাল্লা ও স্পেশাল ট্রেনগুলি । দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল । অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদের দেখতে হবে আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট । ট্রেন যাত্রার 72 ঘন্টা আগে রিপোর্টটি করতে হবে, না হলে রিপোর্টটি গ্রাহ্য করা হবে না । এছাড়াও রয়েছে কিছু কোভিড স্বাথ্যবিধি ৷ যা পালন করে চলতে হবে যাত্রীদের ৷ ট্রেন যাত্রার পর, সেই ব্যক্তিকে নিজের স্বাথ্যের দিকে খেয়াল রাখতে হবে ৷ সফরের পর সাতদিনের মধ্যে যদি কোনওরকম জ্বর, কাশি, হাঁচি কিংবা করোনার অন্য কোনও উপসর্গ দেখা যায়, তবে দ্রুত কোভিড হেল্পলাইনে ফোন করার উপদেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর

যাত্রার সময় যদি কোনও যাত্রীর কোনওরকম উপসর্গ দেখা যায় তাহলে তাঁকে কোভিড সেন্টারে পাঠানো হবে । পাশাপাশি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.