ETV Bharat / state

BJP-RSS in Bengal: গেরুয়া শিবিরের নজরে বাংলা, একই দিনে রাজ্যে আসছেন নাড্ডা-ভাগবত - গেরুয়া শিবিরের নজরে বাংলা

শুক্রবার রাতে বাংলায় আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ একই দিনে বঙ্গসফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবতও ৷ এই রাজ্য সফর শুধুই সমাপতন, নাকি লোকসভার জোরদার প্রস্তুতি ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷

ETV Bharat
মোহন ভাগবত ও জে পি নাড্ডা
author img

By

Published : Aug 11, 2023, 7:16 AM IST

Updated : Aug 11, 2023, 7:25 AM IST

কলকাতা, 11 অগস্ট: রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ একই দিনে বাংলায় পা রাখছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন রাও ভাগবত ৷ শুক্রবার রাত ন'টা নাগাদ কলকাতায় পৌঁছবেন জেপি নাড্ডা ৷ একই দিনে রাজ্যে আসছেন ভাগবতও। সূত্রের খবর, শুক্র ও শনিবার আরএসএসের পর্বাঞ্চলীয় ক্ষেত্রের কার্যকারিণী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেখানেই যোগ দেবেন তিনি।

পঞ্চায়েত নির্বাচন সদ্য শেষ হয়েছে ৷ এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে ৷ এর মধ্যে 2024 সালের লোকসভা নির্বাচনের দিনও ধীরে ধীরে এগিয়ে আসছে ৷ এমন সন্ধিক্ষণে ভারতীয় জনতা পার্টি এবং তার চালিকাশক্তি হিসেবে পরিচিত আরএসএসের কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ৷ এমনই আবহে এই দুই হেভিওয়েটের সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই জোড়া সফরে কোনও বিশেষ চমক থাকে কিনা সেটাই এখন দেখার।

কলকাতায় আরএসএসের সদর দফতর কেশব ভবনে দু'দিন ব্যাপী একটি বৈঠক হবে ৷ এই কর্মসূচিতে বিহার এবং অসমের আরএসএস নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন ৷ দু'দিনের এই বঙ্গসফরে মোহন ভাগবতের সঙ্গে থাকতে পারেন সংগঠনের নম্বর টু দত্তাত্রেয় হোসবোলে ৷ বৈঠকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরএসএসের সাংগঠনিক বিস্তার থেকে শুরু করে অন্য কয়েকটি বিষয় নিয়ে কথা হতে পারে ৷ এছাড়া লোকসভা নির্বাচনের আগে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি করতে কয়েকটি নতুন রণকৌশলও নেওয়া হতে পারে ৷ অন্যদিকে, সাংগঠনিক কাজেই রাজ্য সফরে নাড্ডা। এই দুই হেভিওয়েট একইসঙ্গে রাজ্যে হাজির থাকলেও কোনও সভা বা অনুষ্ঠানে তাঁদের দেখা হবে কিনা, তা এখনও জানা যায়নি৷

আরও পড়ুন: কংগ্রেসের ওয়াক-আউটের পর মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি

এ নিয়ে এই বছরে তৃতীয় বার রাজ্যে আসছেন আরএসএস প্রধান ৷ বছরের শুরুর দিকে 19 জানুয়ারি বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তীতে শহিদ মিনারে আরএসএস আয়োজিত সভায় ভাষণ দেন ৷ তারপরে জানুয়ারি মাসেই একদিনের জন্য আবারও রাজ্যে আসেন ৷ সেবার মোহন ভাগবত কেশব ভবনে একটি বৈঠকে অংশগ্রহণ করেন ৷ মায়াপুরের ইসকন মন্দিরে পুজোও দিয়েছিলেন ৷ এবার আবার রাজ্য সফরে ভাগবত।

কলকাতা, 11 অগস্ট: রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ একই দিনে বাংলায় পা রাখছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন রাও ভাগবত ৷ শুক্রবার রাত ন'টা নাগাদ কলকাতায় পৌঁছবেন জেপি নাড্ডা ৷ একই দিনে রাজ্যে আসছেন ভাগবতও। সূত্রের খবর, শুক্র ও শনিবার আরএসএসের পর্বাঞ্চলীয় ক্ষেত্রের কার্যকারিণী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেখানেই যোগ দেবেন তিনি।

পঞ্চায়েত নির্বাচন সদ্য শেষ হয়েছে ৷ এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে ৷ এর মধ্যে 2024 সালের লোকসভা নির্বাচনের দিনও ধীরে ধীরে এগিয়ে আসছে ৷ এমন সন্ধিক্ষণে ভারতীয় জনতা পার্টি এবং তার চালিকাশক্তি হিসেবে পরিচিত আরএসএসের কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ৷ এমনই আবহে এই দুই হেভিওয়েটের সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই জোড়া সফরে কোনও বিশেষ চমক থাকে কিনা সেটাই এখন দেখার।

কলকাতায় আরএসএসের সদর দফতর কেশব ভবনে দু'দিন ব্যাপী একটি বৈঠক হবে ৷ এই কর্মসূচিতে বিহার এবং অসমের আরএসএস নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন ৷ দু'দিনের এই বঙ্গসফরে মোহন ভাগবতের সঙ্গে থাকতে পারেন সংগঠনের নম্বর টু দত্তাত্রেয় হোসবোলে ৷ বৈঠকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরএসএসের সাংগঠনিক বিস্তার থেকে শুরু করে অন্য কয়েকটি বিষয় নিয়ে কথা হতে পারে ৷ এছাড়া লোকসভা নির্বাচনের আগে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি করতে কয়েকটি নতুন রণকৌশলও নেওয়া হতে পারে ৷ অন্যদিকে, সাংগঠনিক কাজেই রাজ্য সফরে নাড্ডা। এই দুই হেভিওয়েট একইসঙ্গে রাজ্যে হাজির থাকলেও কোনও সভা বা অনুষ্ঠানে তাঁদের দেখা হবে কিনা, তা এখনও জানা যায়নি৷

আরও পড়ুন: কংগ্রেসের ওয়াক-আউটের পর মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি

এ নিয়ে এই বছরে তৃতীয় বার রাজ্যে আসছেন আরএসএস প্রধান ৷ বছরের শুরুর দিকে 19 জানুয়ারি বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তীতে শহিদ মিনারে আরএসএস আয়োজিত সভায় ভাষণ দেন ৷ তারপরে জানুয়ারি মাসেই একদিনের জন্য আবারও রাজ্যে আসেন ৷ সেবার মোহন ভাগবত কেশব ভবনে একটি বৈঠকে অংশগ্রহণ করেন ৷ মায়াপুরের ইসকন মন্দিরে পুজোও দিয়েছিলেন ৷ এবার আবার রাজ্য সফরে ভাগবত।

Last Updated : Aug 11, 2023, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.