কলকাতা, 15 মার্চ : ফের বদলাতে পারে উচ্চমাধ্যমিকের (routine of HS Examination) নির্ঘণ্ট অথবা ফিরতে পারে পুরনো পরীক্ষাসূচি ৷ এমন সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কারণ, আগে 16 এপ্রিল থেকে জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু সোমবার এই পরীক্ষার নতুন যে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে তাতে বলে হয়েছে 16 তারিখের পরিবর্তে 21 এপ্রিল থেকে জয়েন্ট শুরু হবে ৷ 25 এপ্রিল উচ্চমাধ্যমিক ও জয়েন্ট একসঙ্গে পড়েছে ৷ পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষা চালাকালীনই আসানসোলে লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ তাই মনে করা হচ্ছে ফের বদল হতে পারে এবছর উচ্চমাধ্যমিকের সূচি ৷
সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার দিন মিলে যাওয়ায়, পরীক্ষার সূচি বদলের অনুরোধ করেছিল পরীক্ষার্থীরা ৷ সেই আবেদনে সাড়া দিয়ে নতুন নির্ঘণ্ট প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ নয়া সূচিতে বলা হয়েছে 16 এপ্রিলের পরিবর্তে 21 এপ্রিল থেকে জয়েন্ট শুরু হবে ৷
কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের এই নয়া সূচিতে আবার বিপাকে পড়েছে এরাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ৷ এর আগে উচ্চমাধ্যমিক ও জয়েন্ট পরীক্ষার দিন একসঙ্গে পড়ায় পরীক্ষা সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ৷ কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির সোমবার প্রকাশিত নতুন সূচিতে 25 এপ্রিল পরীক্ষার দিন ঘোষণা হয়েছে ৷ সেদিন আবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও আছে ৷ তাই মনে করা হচ্ছে ফের বদল হতে পারে উচ্চমাধ্যমিকের সূচি ৷ সেক্ষেত্রে ফিরতেও পারে সদ্য বদলে যাওয়া পুরনো সূচি ৷ এছাড়াও, আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনও রয়েছে ৷ বহু শিক্ষক-শিক্ষিকাদের ভোটের কাজে নিযুক্ত করা হবে । সেসময় উচ্চমাধ্যমিক চলায় পরীক্ষা হলে দায়িত্ব পালনে যেতে সমস্যায় পড়তে হতে পারে শিক্ষকদের একাংশকে ৷ এর প্রভাবও পড়তে পারে উচ্চমাধ্যমিকের নির্ঘণ্টতে ৷
আরও পড়ুন : গতবারের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল খাতা জমা নেবে সংসদ
এপ্রসঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, "জয়েন্ট এন্ট্রান্স (মেইন) এর পরীক্ষার রুটিন বদল করা হয়েছে বলে জানা গেল । এর পরিপ্রেক্ষিতে আমাদের দাবি উচ্চমাধ্যমিকের পুরনো সময়সূচি ফিরিয়ে দেওয়া হোক এবং 10 তারিখ এনডিএ পরীক্ষা থাকার কারণে 11 তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি । প্রয়োজনে 11 তারিখের পরীক্ষা 13 তারিখ এবং 13 তারিখের পরীক্ষা পূর্বের মত 16 তারিখে নেওয়া হোক । এনডিএ পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কলকাতা এবং শিলিগুড়ি এই দুই কেন্দ্রে পরীক্ষা দিতে যায় । পরের দিন তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে ।" অ্যাডভান্স স্যোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "এই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন যে উচ্চমাধ্যমিকের আগের রুটিন বলবৎ করা হোক । কারণ বিশেষ করে 16 এপ্রিলের পরীক্ষা তিন দিন এগিয়ে আসায় ছাত্রছাত্রীরা নিদারুণ সমস্যার সম্মুখীন হচ্ছে । এছাড়াও এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচন ঘোষণা হয়েছে । ভাবা দরকার ছিল । সবে দ্বিতীয়বার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে । চরম বিভ্রান্তি চলছে । নির্বাচন কমিশনকে ভাবতে অনুরোধ জানাচ্ছি ।"
তবে এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারমান চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পুরো বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক । এভাবে যদি বারবার নির্ঘণ্ট বদল হতে থাকে তাহলে তা পড়ুয়াদের মন সংযোগের উপরে প্রভাব ফেলে । পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়বে । এটা একেবারেই কাম্য নয় । আমরা অনেক আগে থেকে তারিখ ঘোষণা করা সত্ত্বেও এমনটা হচ্ছে ৷ পুরো বিষয়টা রাজ্য সরকারকে জানানো হয়েছে । রাজ্য সরকার তাদের মত জানালে সেই মতো আমরা সিদ্ধান্ত নেব । প্রয়োজন হলে আবার উচ্চমাধ্যমিকের সূচিতে কিছু বদল আনতে হবে ।’’