কলকাতা, 1 ডিসেম্বর : ফের প্রকাশ্যে এল রাজ্য বিজেপির অন্দরের কোন্দল ৷ এবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly facebook post against BJP4Bengel) ৷
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে বিজেপির ভার্চুয়াল বৈঠক (BJP Virtual Meeting) ৷ আসন্ন পৌর নির্বাচন নিয়ে দলের বিশেষ রণকৌশলগত বৈঠক চলছিল ৷ দিল্লি থেকে ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ জানা গিয়েছে, বৈঠক চলাকালীন রূপা বলেন, "এই সব ভাটের মিটিংয়ে আমাকে ডাকবেন না ।" এই মন্তব্য করে হঠাৎই বেরিয়ে যান তিনি ৷
বিজেপি সূত্রে খবর, তাঁর এই ব্যবহার মোটেই ভালো চোখে দেখছে না বঙ্গ বিজেপি । আজই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে ৷ তবে কী কারণে তাঁর এমন আচরণ তা স্পষ্ট না হলেও এরপর তিনি গেরুয়া শিবিরের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷
আরও পড়ুন : Tista Biswas : তিস্তার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির
পোস্টে তিনি যা লিখেছেন তার বাংলায় অর্থ, "আজ আমি এ বিষয়ে নিশ্চিত হলাম, তিস্তার (বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস) মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নয় ৷ তাঁকে খুন করা হয়েছে ৷" এরপর রাজ্য বিজেপিের উদ্দেশে লেখেন, "আমি দুঃখিত ৷ কিন্তু আমার সামান্য ক্ষমতা নিয়েই গৌরবের (তিস্তা বিশ্বাসের দাসের স্বামী) পাশে আছি ৷" এখানে বিজেপি নেত্রী তিস্তার মৃত্যুর জন্য সরাসরি দায়ী না করলেও দলের অন্তর্ঘাতের প্রচ্ছন্ন ইঙ্গিত উসকে দিয়েছেন ৷ পাশাপাশি তাঁর পোস্ট থেকে অনুমান, পৌর নির্বাচনে প্রার্থী নিয়ে দলের সঙ্গে মতের অমিল হয়েছে বিজেপি নেত্রীর ।
প্রসঙ্গত, 27 অক্টোবর রাতে দিঘা থেকে কলকাতা ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার 86 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas Death) । তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল বিজেপির মধ্যে ৷ সেই সময় বিজেপি নেতা রাহুল সিনহা বলেছিলেন, "তিস্তা বিশ্বাসের মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয় । এটা পরিকল্পিত মৃত্যুর ঘটনা । যদি গাড়িটার পিছনে ধাক্কা মারত । তাহলে সেটা অন্য বিষয় । সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্ত করা দরকার বলে আমি মনে করি ।"
তিস্তা বিশ্বাসের মৃত্যুর পর দলের মধ্যে কানাঘুষো শোনা গিয়েছিল তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির ৷ কিন্তু দলীয় বৈঠকে তাঁর বদলে রাজশ্রী লাহিড়িকে টিকিট দেওয়া নিয়ে মতান্তর হয় নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷ তবে গৌরব বিশ্বাস নির্দল প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গিয়েছে ৷ এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছু বলতে রাজি হননি ।
আরও পড়ুন : BJP Leader's Death : এমএডের রেজাল্ট নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস দাসের