31 জানুয়ারি, ২০২২: প্রয়াত হলেন জেএসডাব্লু স্টিলের ডিরেক্টর মলয় মুখোপাধ্যায় (rip jsw steels director malay mukherjee died on covid) । কোভিড পরবর্তী জটিলতায় শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর । মৃতুকালে বয়স হলেছিল 74 বছর । লক্ষীনিবাস মিত্তালের ইস্পাত শিল্পের সাম্রাজ্যকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা ছিল মলয় মুখোপাধ্যায়ের । মলয় মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে একটি টুইট করছেন জেএসডাব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল । এই টুইটে তিনি লেখেন, "ইস্পাত শিল্পে একজন অসামান্য এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন মলয় মুখার্জী । তাঁর অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রকল্প ব্যবস্থাপনায় খুঁটিনাটির উপর নজর জেএসডাব্লু স্টিলের কাছে খুবই মূল্যবান। আমরা তাঁকে মিস করব।"
আরও পড়ুন: Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ
প্রয়াত মলয় মুখোপাধ্যায় নিজের কর্মজীবন শুরু করেছিলেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড-এর মতো রাষ্ট্রায়াত্ত সংস্থাতে । এরপর তিনি যোগ দিয়েছিলেন বার্ণপুরের আইআইএসকোতে। পরবর্তীকালে নিজের কর্মদক্ষতায় ভিলাই স্টিল প্ল্যান্টের সর্বকনিষ্ট ডিরেক্টর হন মলয় মুখোপাধ্যায় । 1993 সালে তিনি লন্ডনে ইস্পাত ইন্টারন্যাশনাল-এ মিত্তালদের সঙ্গে যোগ দেন । তাঁর প্রয়াণে শোকহত তাঁর স্ত্রী, এক পুত্র, দুই নাতি ও তাঁর ভাই কলকাতা হাইকোর্টের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ।