কলকাতা, 10 ডিসেম্বর : শহরের সড়কগুলিকে সাইকেল চলাচলের উপযোগী করে তুলতে সাইকেল লেন তৈরির কথা মাথায় রেখে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যে মাস্টারপ্ল্যানের (Bicycle Lane Master Plan for Kolkata) খসড়া জমা দিয়েছিল তার বাস্তবায়নকে ত্বরান্বিত করার আর্জি জানিয়ে শহরের সাইকেল আরোহীরা এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ।
করোনার জেরে লকডাউনের পর ফের যান চলাচল শুরু হতে সংক্রমণ এড়ানোর জন্য বহু মানুষই সাইকেলকে বেছে নেন । এখন শহরের বেশ কয়েকটি রাস্তায় সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও বেশিরভাগ সড়কেই অতিরিক্ত যানবাহনের জন্য সাইকেল চালানো যায় না ।
তাই একাধিক সাইকেল আরোহীদের সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরতে চান । যদিও এর আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে । এছাড়া কলকাতা পৌরনিগমেও চিঠি দেওয়ার পরও এখনও পর্যন্ত কোনও কাজ এগোয়নি ৷ পাশাপাশি আসন্ন পৌরভোটে যাতে এই বিষয়টি সাধারণের সামনে তুলে ধরা হয়, তাই সব রাজনৈতিক দলকেও বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : কলকাতায় সাইকেল লেন নিয়ে বৈঠক ফিরহাদের
কোভিড ও লকডাউনের জেরে জনজীবনে সাইকেলের গুরুত্ব বাড়ছে । 2020 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাস্তায় সাইকেলের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে । সেইমতো দরপত্র ডেকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি উপযুক্ত পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করে । নিযুক্ত সেই প্রতিষ্ঠানের তৈরি করা 'কম্প্রিহেনসিভ বাই-সাইকেল প্ল্যান' জমাও পড়ে । কলকাতার রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কমিয়ে মোটরগাড়ির অবাধ গতি বজায় রাখতে এই মাস্টার প্ল্যানে (master plan of bicycle lane) নিরাপদে সাইকেল চালানোর জন্য পৃথক সাইকেল লেনের রোড ম্যাপ তৈরি করা হয় । কিন্তু তারপর আর কোনও কাজ এগোয়নি ।
আরও পড়ুন : লকডাউনে বাড়ছে ফ্যান্সি সাইকেলের চাহিদা
বাই-সাইকেল মেয়র অফ কলকাতার অন্যতম প্রধান সদস্য শতজীব গুপ্ত বলেন, "আমরা সাইকেল ব্যবহারকারী নাগরিকরা আশা করছিলাম এই পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন ঘটবে । কারণ সাইকেল লেনের জন্য খুব বেশি খরচ হয় না । সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য এই ব্যাপারটা স্থগিত হয়ে যায় । তবে নির্বাচনের ফল প্রকাশের পর আমরা আশা করেছিলাম যে পুনঃনির্বাচিত সরকার এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করবেন । কিন্তু দুঃখের বিষয় হল, এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি । উল্টে কলকাতা পুলিশের পক্ষ থেকে রাস্তায় নতুন করে বাই-সাইকেল নিষেধাজ্ঞা বলবৎ করার ঘোষণা হল । কলকাতা পুলিশের এই ঘোষণা আমাদের খুবই আশাহত করেছে ।"
আরও পড়ুন : সাইকেল বিক্রি বাড়ল